My Sports App Download
500 MB Free on Subscription


বিপ টেস্টে সর্বনিম্ন স্কোর নাসিরের

দুর্দান্ত ফিল্ডিং আর উড়ন্ত সব ক্যাচ নিয়ে নাসির হোসেন ছিলেন সব সময়ই জাতীয় দলের সেরা ফিল্ডারদের একজন। মাঠে তার উপস্থিতি বোঝা যেত দৌড়-ঝাঁপে। সীমানায় কিংবা বৃত্তের ভেতরে ভালো ফিল্ডিং করে কখনো দলের রান বাঁচিয়েছেন, আবার কখনো ভালো ক্যাচ ধরে দলকে দিয়েছেন সাফল্য। হয়তো ওই ক্যাচেই বাংলাদেশের পক্ষে এসেছে ম্যাচ। এরকম স্মরণীয় মুহূর্ত কম নেই বাংলাদেশের ক্রিকেটে।

কিন্তু সেই নাসিরের নামের পাশে যুক্ত হয়েছে ‘আনফিট’ তকমা। কারো মতে, ক্যারিয়ার নিয়ে খামখেয়ালি করা নাসিরের এমন দিনটি দেখতেই হতো!ঘরোয়া ক্রিকেট শুরুর আগে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করেছে বিসিবি। অন্য সবার মতো আজ নাসিরও দিয়েছেন ফিটনেস টেস্ট। বিপ টেস্টে ১১ স্কোর পাস মার্ক রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু তরতাজা নাসির পাস তো করতেই পারেননি, দুই দিনের মধ্যে সর্বনিম্ন স্কোর গড়েছেন। বিপ টেস্টে নাসিরের স্কোর মাত্র ৮.৫। যেখানে ত্রিশ পেরিয়ে যাওয়া ক্রিকেটাররা বিপ টেস্টে চমক দেখিয়েছেন, সেখানে নাসির হোসেন রীতিমত হতাশ করেছেন।

অনেকের মতে, এ বয়সে ও বর্তমান প্রেক্ষাপটে নাসিরের স্কোর ‘লজ্জাজনক।’ সোমবার প্রথম দিন মোহাম্মদ আশরাফুল ১১.৪, শাহরিয়ার নাফিস ১১.১ স্কোর গড়েছেন। এনামুল হক জুনিয়রের স্কোর রীতিমত বিষ্ময় জাগানিয়া, ১২.২। রাজ্জাকের স্কোর ১১ পেরিয়েছে। তরুণদের মধ্যে দুই-একজন হতাশ করলেও যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ তারা প্রত্যেকেই পাস করেছেন। বিপ টেস্টে ব্যর্থ হওয়ায় নাসির বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারবেন না। নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।প্রধান নির্বাচক বলেন, ‘যারা ফিটনেস টেস্টে পাস করবে না তারা প্লেয়ার্স ড্রাফটে থাকবে না। নাসিরের স্কোর হতাশাজনক। নিজের প্রতি অযত্নশীল হওয়ার কারণে এমন স্কোর। ওর থেকে সিনিয়র অনেক ক্রিকেটার এখন অনেক ভালো করছে।’

জাতীয় দল, বয়সভিত্তিক দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে যারা নিয়মিত মুখ প্রত্যেকেই ফিটনেস সচেতন। ঘরোয়া যে কোনো প্রতিযোগিতার আগে ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করেছে বিসিবি। সেজন্য সারাবছরই ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ করেন। করোনার প্রার্দুভাবে ব্যাট-বল নিয়ে নামার সুযোগ না হলেও অলস সময় কাটাননি রাজ্জাক, আশরাফুল, এনামুল, নাফীসরাও। চার দেয়ালে ফিটনেস ট্রেনিং করে প্রতিনিয়ত নিজেদের ফিট রেখেছেন তারা। সেখানে নাসিরের স্কোর প্রবল হতাশার।

  •