My Sports App Download
500 MB Free on Subscription


ফের ইনজুরির থাবা অস্ট্রেলিয়া দলে

খেলোয়াড়দের একের পর এক ইনজুরিতে অস্ট্রেলিয়া দল ইতোমধ্যেই 'মিনি হাসপাতালে' পরিণত হয়েছে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সে তালিকায় নতুন নাম পেস বোলার শেন অ্যাবট। আর তাঁর বিকল্প হিসেবে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মইসেস হেনরিকস।

অনাভিষিক্ত অ্যাবট 'ঊরুর পেশিতে' চোট পেয়েছেন। আর এটিই তাঁকে দিবা-রাত্রির প্রথম টেস্ট থেকে ছিটকে দিয়েছে। যদিও বক্সিং ডে'র দ্বিতীয় টেস্টের আগেই সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। প্রথম টেস্টের আগে তাঁকে নিয়ে বেশ পরিকল্পনা সাজিয়েছিলো অস্ট্রেলিয়া।

এমনকি মিচেল স্টার্ক দলের সঙ্গে যোগ না দিলে তাঁর পরিবর্তে অ্যাবটকে খেলানোর পরিকল্পনাও করেছিলো দলটি। যদিও স্টার্ক দলে ইতোমধ্যেই যোগ দিয়েছেন। তাই হয়তো অভিষেকের অপেক্ষা আরেকটু দীর্ঘায়িত হতো ২৮ বছর বয়সী এই অলরাউন্ডারের। এর আগেই ইনজুরির ধাক্কা খেলেন তিনি।

অ্যাবটের বিকল্প হেনরিকস অনেক পুরোনো নাম হলেও একাদশে এখনো স্থায়ী হতে পারেননি। দেশের হয়ে ১৪টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৩টি। সেই ২০১৩ সালে চেন্নাইয়ে, ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেললেও এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট খেলেছেন। যার শেষটিও ৪ বছর আগে, ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে।

হেনরিকস নিজেও মাত্রই ইনজুরি থেকে ফিরেছেন। দেশের হয়ে সীমিত ওভারের খেলার পরে হ্যামস্ট্রিংয়ে হালকা ইনজুরিতে পরেছিলেন। এ কারণে 'অস্ট্রেলিয়া এ' দলের হয়ে ভারতীয়দের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। যদিও তা কাটিয়ে আবারও সুযোগ পেলেন টেস্ট স্কোয়াডেই।

অ্যাবটের আগে ইনজুরির কারণে প্রথম টেস্টে থাকছেন না দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উইল পুকোভস্কি। প্রস্তুতি ম্যাচে মাথায় আঘাত পেয়ে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও অনিশ্চিত। সেখানে আরো একজনের দল থেকে ছিটকে যাওয়া বড় এক ধাক্কাই বলা যায় অস্ট্রেলিয়ানদের জন্য।

  •