My Sports App Download
500 MB Free on Subscription


করোনা আক্রান্ত মাহমুদুলের জন্য অপেক্ষা করবে চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে ৫ দলের ৮০ ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়েছে। প্রতিটি দলের সবাই করোনা নেগেটিভ হলেও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মাহমুদুল হাসান জয়ের করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রামের বাকি ১৫ জন করোনা নেগেটিভ হওয়ায় অন্য দলের সঙ্গে তারাও জৈব সুরক্ষা বলয়ে ঢুকে গেছে। এই মুহুর্তে মাহমুদুল মিরপুরের একাডেমিতে আইসোলেশনে আছে। শেষ সময় পর্যন্ত চট্টগ্রাম মাহমুদুলের জন্য অপেক্ষা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

গাজী গ্রুপ ক্রিকেটার্স চাইলে মাহমুদুলকে বাদ দিয়ে ড্রাফট থেকে অন্য একজন ক্রিকেটারকে দলভুক্ত করতে পারতো। কিন্তু এটি না করে মাহমুদুলের জন্য আরও কিছুদিন অপেক্ষা করবে তারা। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা মাহমুদুলের জন্য কিছুদিন অপেক্ষা করবো। আপাতত যারা আছে তাদের নিয়ে চালিয়ে যাবো। সামনের পরীক্ষাতে যদি করোনা নেগেটিভ না হলেও তখন আমরা বিকল্প চিন্তা করবো। এই মুহুর্তে আমাদের দলের অংশ হয়েই আছে মাহমুদুল।

যুব বিশ্বকাপচ্যাম্পিয়ন দলের সদস্য মাহমুদুল হাসান। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের একটি ম্যাচে খেলেছিলেন ১০০ রানের দূর্দান্ত একটি ইনিংস। গাজী গ্রুপ চট্টগ্রাম: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।

  •