শুরু হচ্ছে চার ছক্কার ধুমধারাক্কা ক্রিকেট। বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে মুশফিকুর রহিম খেলবেন ঢাকার হয়ে। এই উইকেট কিপার ব্যাটসম্যান দলকেও দেবেন নেতৃত্ব। টুর্নামেন্টে ধীরে ধীরে এগুনো লক্ষ্য হলে মুশফিকের আল্টিমেট লক্ষ্য চ্যাম্পিয়নশীপ। সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ঢাকার অধিনায়ক মুশফিক তেমনটাই জানালেন।
বিসিবি প্রেসিডেন্টস কাপে দলকে নেতৃত্ব না দিলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ঢাকাকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক। দলনেতা মুশফিক নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেছেন, ‘প্রত্যেক টুর্নামেন্টে শিরোপা জয়ের সুযোগ থাকে। শেষ দুটি টুর্নামেন্ট বিপিএল এবং প্রেসিডেন্টস কাপে হয়তো পারিনি। শেষ টুর্নামেন্টে ফাইনাল খেলেছি। এই টুর্নামেন্টেও সেই ধারাবাহিকতা রাখতে চাই। আমাদের প্রথম লক্ষ্য থাকবে প্রথমে টপ ফোরে যাওয়া। অবশ্যই তারপর যাতে ফাইনালটা খেলতে পারি। আল্টিমেটলি লক্ষ্য তো হচ্ছে চ্যাম্পিয়নশীপ। আশা করছি শুরুটা যাতে ভালো করতে পারি।’
বিদেশি ক্রিকেটারদের ছাড়া কুড়ি ওভারের এই টুর্নামেন্টটি দারুন হবে বলেই আশা করছেন মুশফিক, ‘আমরাতো সবাই চাই খুব ভালো একটা টুর্নামেন্ট হোক। প্রথমবারের মতো স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। খুবই রোমাঞ্চিত আমরা। আশা করছি বেক্সিমকো ঢাকার হয়ে খুব ভালো শুরু করতে পারবো।’প্রথমবারের মতো ঢাকার হয়ে খেলতে পেরে দারুন খুশি মুশফিক, ‘সবারই স্বপ্ন থাকে ঢাকার মতো একটি দলের হয়ে খেলা। আমি খুব ভাগ্যবান যে তারা এবার আমাকে নিয়েছে। আমি চেষ্টা করবো প্রতিদান দেওয়ার।’
ঢাকার হয়ে অধিনায়কত্ব করার বিষয়ে মুশফিক বলেছেন, ‘অধিনায়কত্বের ব্যাপারটা অনেক সময় নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিরা কী চায়। প্রেসিডেন্টস কাপ বা অন্যান্য সময় বোর্ডের অধীনে খেলাগুলোতে বোর্ড মনে করে তরুণদের ভবিষ্যতের জন্য সুযোগ দেওয়া উচিত। এখন তারা (ঢাকা) মনে করেছে যে আমি হয়তো সঠিক ব্যক্তি যে নেতৃত্ব দিতে পারব। এই জন্যই নেয়া আসলে। এটাও একটা চ্যালেঞ্জ, অধিনায়কত্ব হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জ নেয়ার জন্য আমি প্রস্তুত। আমার দলে যারা আছে, তারা সার্পোট করলে এটা অসম্ভব নয়।’