My Sports App Download
500 MB Free on Subscription


শ্রীলঙ্কায় দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য কী?

টেস্ট ক্রিকেটে এমন দিন খুবই কম পার করেছে বাংলাদেশ দল। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিনের তিন সেশনই আধিপত্য দেখিয়েছে মুমিনুলের দল। দিন শেষে তাই ২ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ৩০২। এমন অবস্থায় দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য কী? ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সেসব জানালেন ক্যান্ডি টেস্টে অভিষেক সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন।

এক প্রশ্নের জবাবে নাজমুল বলেছেন, ‘সকালের প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সেশন যদি খেলতে পারি, তাহলে বোঝা যাবে কত রান আসলে করতে পারব। বা ম্যাচ জেতার জন্য কত দরকার। কাল (বৃহস্পতিবার) সকালে প্রথম সেশনে ভাল ব্যাট করা খুব গুরুত্বপূর্ণ।’ কিন্তু নতুন দিনে নতুন বলে কাজটা যে মোটেও সহজ নয় সেটিও মনে করিয়ে দিলেন নাজমুল, ‘এই উইকেটে নতুন বল সব সময় চ্যালেঞ্জের। ওই সময় (দিনের শেষ ঘন্টা) বোলাররা খুব ভাল বল করেছে। শেষের ওই সেশন চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমরা পরিকল্পনা করেছিলাম ফোকাস থেকে ব্যাটিং করার।’

প্রথম দিনে শক্ত অবস্থানে বাংলাদেশ দল। ক্রিজে অপরাজিত দুই ব্যাটস্যাম নাজমুল হোসেন ও মুমিনুল হক। নাজমুল ১২৬ রান নিয়ে ব্যাট করছেন। অন্যদিকে ৬৪ রান করে সেঞ্চুরির অপেক্ষায় আছেন অধিনায়ক মুমিনুল। স্বাগতিকদের বিপক্ষে এমন প্রতিরোধ গড়া ম্যাচটিতে বাংলাদেশ কী জয়ের পথেই আছে? নাজমুল অবশ্য এখনোই জয়-পরাজয়ের হিসেব করতে চান না, ‘এখনো প্রথম দিনের খেলা হয়েছে। এখনি ফলাফলের কথা না চিন্তা করাই ভাল। আমরা ভাল অবস্থায় আছি। যত লম্বা ব্যাট করতে পারি ততই ম্যাচে এগিয়ে থাকব। ওটাই চিন্তা যত লম্বা ব্যাট করা যায়।’

দ্বিতীয় উইকেটে ও তৃতীয় উইকেটে বড় দুটি জুটি গড়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ক্যান্ডির উইকেট তাহলে কী ব্যাটিং বান্ধব? নাজমুল জানালেন, ‘আমার মনে হয় আমাদের দেশের চেয়ে এখানে অনেক ভাল উইকেট। সাধারণত এমন উইকেট আমরা পাই না। হয়ত মাঝেমধ্যে পাই। তরপরও মনে হয় নতুন বলে একটু কঠিন এটা। ওভারঅল চিন্তা করলে ভালো উইকেট।’

  •