দলের কঠি পরিস্থিতির সামনে দাঁড়িয়ে দূর্দান্ত ব্যাটিং করেছেন বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দুই দফা বৃষ্টির বাঁধা টপকে মুশফিক পেয়েছেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। বিপর্যস্ত অবস্থা থেকে সেঞ্চুরি, নিশ্চিত ভাবেই মুশফিকের কাছে এই সেঞ্চুরি স্পেশাল। যদিও মুশফিক বললেন দল জিতলে তার কাছে সব সেঞ্চুরিই স্পেশাল।
ম্যাচ শেষে মুশফিক বলেছেন, ‘আমার মনে হয় এটা জাস্ট আরেকটা সেঞ্চুরি। প্রত্যেকটা সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল যদি আমার দল জেতে। সেদিক থেকে অবশ্যই স্পেশাল।'টেস্ট খেলুড়ে বেশ কিছু দলের বিপক্ষে সিরিজ জেতার ইতিহাস থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলো না। নিজেদের নবম সিরিজ খেলতে নেমে তামিমের নেতৃত্বে সিরিজ জিতলো বাংলাদেশ। এমন কিছুতে এই সেঞ্চুরি মুশফিকের জন্য তাই আরও স্পেশাল, ‘এটা আরেকটু স্পেশাল কারণ আমরা শ্রীলঙ্কার সঙ্গে কখনো সিরিজ জেতেনি। এটার কারণে জিততে পেরেছি। অবশ্যই সামনের দিনে ভালো করতে আমাকে অনুপ্রেরণা দিবে।'
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই দলের বিপর্যয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে আরও কঠিন পরিস্থিতির সামনে ছিলেন এই উইকেটকিপার। ওই অবস্থা থেকে ঠাণ্ডা মাথায় খেলেছেন দারুণ একটি ইনিংস। সবই ঠিক ছিলো কিন্তু শেষ ১১ টি বল খেলতে না পারার আক্ষেপ ভোগাচ্ছে মুশফিককে, ‘আরও এগারোটা বল বাকি ছিল। ক্লোজ গেমে এই এগারো বলে ১০ বা ২০ রান করতে পারলে আমরা আরও এগিয়ে থাকতাম। সেদিক থেকে আমার ব্যাটিংয়ে আরও উন্নতির জায়গা আছে'