My Sports App Download
500 MB Free on Subscription


পাকিস্তানে ইতিহাস গড়ার অপেক্ষায় অস্ট্রেলিয়ান তরুণ

ফ্র্যাঞ্চাইাজি ক্রিকেটে খেললেও বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের মতো দেশগুলোর কোন ক্রিকেটাররা খেলেন না। কিন্তু নতুন বছরেই সেই অচলাবস্থা ভাঙতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যারন সামার্স।

২০২১ সালে পাকিস্তোনের ওয়ানডে কাপে প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে খেলবেন সামার্স। আসন্ন ওই মৌসুমে দক্ষিণ পাঞ্জাবের হয়ে মাঠ মাতাবেন তরুণ এই পেসার।

করোনা মহামারীর কারণে দেশে প্রবেশ এবং সেখান থেকে বের হওয়া এই দুটিই বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া সরকার। যদিও পাকিস্তানে যেতে সরকার থেকে ইতোমধ্যেই বিশেষ অনুমতি পেয়েছেন সামার্স। পাঞ্জাবের হয়ে খেলতে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতির অপেক্ষায় তিনি।

ঘরোয়া লিগে বিদেশি খেলোয়াড় খেলানোর অনুমতি থাকলেও এবারের বিশেষ পরিস্থিতিতে প্রতি দলে একজন খেলোয়াড়ের অনুমতি দিয়েছিল পিসিবি। যদিও মৌসুম শুরুর ন্যুনতম এক মাস আগে খেলোয়াড়ের নিজের দেশের অনাপত্তিপত্রসহ দলের খেলা নিশ্চিত করার নিয়ম ছিল। ৮ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় টুর্নামেন্টে সামার্সের খেলার বিষয়ে বিশেষ অনুরোধ করেছিল পাঞ্জাব দল। আর এতেই নমনীয় হয়েছে পিসিবি।

তাসমানিয়ান তরুণের পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ তাদের জন্য দারুণ মাহাত্মপূর্ণ। কারণ দেশটিতে এই শতাব্দীতে একমাত্র দেশ হিসেবে অস্ট্রেলিয়া তাদের জাতীয় দল নিয়ে সেখানে সফর করেনি। শুধুমাত্র অস্ট্রেলিয়া এ দল সফর করেছিল ২০০৭ সালে। যদিও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড় খেলেছেন।

দেশটির বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন, সাবেক অধিনায়ক জর্জ বেইলি, বেন কাটিংরা বিশ্ব একাদশের জার্সি গায়ে ২০১৭ সালে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছেন। তারকা ঠাসা সেই দলে সামার্স সুযোগ না পেলেও সুযোগ পেয়েছিলেন ২০১৯ সালের পিএসএলে করাচি কিংস দলে। ২ ম্যাচে সুযোগ পেলেও তেমন কিছু করতে পারেননি। আর একারণেই এবারের মৌসুমে তাকে কেউ আর দলে ভেড়ায়নি।

২০১৭-১৮ মৌসুমে অভিষেক ম্যাচে হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে নতুন বলের সঙ্গী হিসেবে পেয়েছিলেন জোফরা আর্চার ও টাইমাল মিলসকে। দারুণ গতিতে বোলিং করতে পারলেও ক্যারিয়ার সেখানেই থমকে গিয়েছিল তাঁর। ৩টি করে লিস্ট এ ও স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেও ঝুলিতে মাত্র একটি করে উইকেট রয়েছে তাঁর।