My Sports App Download
500 MB Free on Subscription


সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে ৩৩ রান, দ্বিতীয় ম্যাচে ১০৩ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তারপরও সন্তুষ্ট নয় লাল-সবুজ জার্সীধারীরা। কেননা দুই ম্যাচেই টপ অর্ডার ব্যাটসম্যানরা হয়েছেন ব্যর্থ। সিরিজ জিততে একাই লড়েছেন মুশফিকুর রহিম। সিরিজ জয়ের পর তামিমও বলেছিলেন, ভাগ্যক্রমে আমরা সিরিজ জিতলেও আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। মাহমুদউল্লাহও আজ একই কথা বললেন। শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচটিতেই বাংলাদেশ দল নিজেদের আসল ক্রিকেটটা খেলতে চান।

শুক্রবারের ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার মনে হয় অভারঅল ব্যাটিং-বোলিং হোক আমরা সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। এটা আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। কাল (শুক্রবার) আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। গত দুই ম্যাচে টপ অর্ডারের কলাপস, মিডল অর্ডার লেট মিডল অর্ডার, স্লগ ওভারে প্রথম ম্যাচে তুলতে পারিনি। ওখানে আমাদের আরও একটু ভালো পারফরম্যান্স করা উচিত। আমরা সবাই সেটি করতেই মুখিয়ে আছি।’

ইতিমধ্যে সিরিজ নিশ্চিত হলেও শেষ ম্যাচটি নিয়ে সিরিয়াস বাংলাদেশ দল। কেননা হোয়াইটওয়াশ করার পাশাপাশি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট জড়িত বলে ম্যাচটি গুরুত্ব কোন অংশেই কম নয়। সেটিই মনে করিয়ে দিলেন মাহমুদউল্লাহ, ‘বিশ্বকাপে কোয়ালিফাইংয়ের বিষয় আছে। আমাদের জন্য সুযোগ ১০ পয়েন্ট বাড়িয়ে রাখার। আমি যেটা বললাম, আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারিনি। শুক্রবার চেষ্টা করবো ওটাই করার। ভালো পারফরম্যান্সের মাধ্যমে ১০ পয়েন্ট তুলে নিতে চাই।’

গত দুই ম্যাচেই টসে জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। কয়েকদিন টানা বৃষ্টিতে উইকেট ব্যাটিং করার জন্য কিছুটা কঠিন হয়ে উঠবে। যদিও মাহমুদউল্লাহর বিশ্বাস তামিম আবারো টস জিতবে, এবং শুরুটা ভালো করবে, ‘টসটা বেশ গুরুত্বপূর্ণ কারণ যে তাপটা গত কয়েকদিন ছিল ওটাই একটা ফ্যাক্টর ছিল। এটা কোন এক্সকিউজ না বাস্তবতা। দুই ম্যাচেই টসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইনশাল্লাহ তামিম টস জিতবে এবং ভালো শুরু এনে দিতে পারবে।’