My Sports App Download
500 MB Free on Subscription


করোনাভাইরাসের টিকার আওতায় ঘরোয়া ক্রিকেটাররা

বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটও বাংলাদেশ।

যদিও এখনো বাংলাদেশের সবচেয়ে বড় দুই ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগ ফেরাতে পারেনি বিসিবি। ফেব্রুয়ারির মধ্যে টুর্নামেন্টগুলো ফেরাতে চায় তারা। তবে এর আগে ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে সম্পৃক্ত সবাইকে করোনাভাইরাসের টিকা দিতে চায় দেশটির ক্রিকেট বোর্ড।

বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত বিসিবির অনলাইন সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানায়, 'ফেব্রুয়ারির মাঝে ঘরোয়া ক্রিকেটার এবং তাদের সঙ্গে সম্পৃক্ত সবাইকে করোনাচাইরাসের টিকার আওতায় আনা হবে। এরপর পুনরায় ঘরোয়া ক্রিকেট শুরু করা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

গেল বছরের ১৫ মার্চ শুরু হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে করোনার প্রাদুর্ভাবে এক রাউন্ড পরই তা স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিবি। এরপর আর মাঠে গড়ায়নি স্থগিত হওয়া ডিপিএলের বাকি অংশ। তবে এটি শুরু নিয়ে বেশ আশাবাদী তারা। ডিপিএলের ফেরানোর সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট ও জাতীয় লিগও ফেরাতে চায় বিসিবি। বেশ কিছুদিন আগে এমনটাই জানিয়েছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছিলেন, ‘আমাদের ঘরোয়া খেলা যেগুলো বাকি আছে প্রিমিয়ার লিগসহ একটা ম্যাচ হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছিল করোনা কারণে। এটা আমাদের শুরু করার চিন্তাভাবনা আছে। তারপরে প্রথম শ্রেণির ক্রিকেট, জাতীয় লিগ অনেক খেলা বাকি আছে ঘরোয়ার।’

‘ওইগুলো আসলে আমরা চেষ্টা করব যদি আমরা ফেব্রুয়ারি মাসের পরে যেটা আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে উনি প্রায়োরিটি দিলে, খেলোয়াড়দের ভ্যাকসিনের ব্যবস্থা করবেন। তাঁদের সঙ্গে আলোচনা করবেন, আমরা যদি ব্যবস্থা করতে পারি তাহলে অবশ্যই খেলোয়াড়দেরকে আমরা ভ্যাকসিনেশনের আওতা এনে আমরা ঘরোয়া খেলাগুলো শুরু করে দেবো,' তিনি আরও যোগ করেন।

  •