বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন দল ও রানার্স-আপ দলের জন্য কোনও প্রাইজমানি না থাকলেও খেলোয়াড়দের জন্ প্রাইজমা রেখেছে বিসিবি। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের প্রত্যেকে দেড় লাখ টাকা করে পাচ্ছেন। অন্যদিকে রানার্স-আপ দলের খেলোয়াড়দের প্রত্যেকে পাচ্ছেন ৭৫ হাজার টাকা করে। এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন মোস্তাফিজুর রহমান। এমন অর্জনে তার প্রাপ্তি ৩ লাখ টাকা।
টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের পেসার মোস্তাফিজ রহমান। ১৭ উইকেট নিয়ে মুক্তার আলী ও ১৬ উইকেট নিয়ে কামরুল ইসলাম রাব্বী মোস্তাফিজের পরে অবস্থান করছেন। মুক্তার-কামরুলের দল ফাইনালে যেতে পারেননি। স্বাভাবিকভাবেই তারা এই রেসে ছিলেন না। তবে সতীর্থ লিটন ছিলের তার সঙ্গে লড়াইয়ে। ১০ ম্যাচে সর্বোচ্চ ৩৯৩ রান করে সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন লিটন। কিন্তু দুইজনের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে মোস্তাফিজই।
অবশ্য সেরা ব্যাটসম্যানদের পুরষ্কার জিতেছেন লিটনই। ১০ ম্যাচে তিন হাফসেঞ্চুরিতে ৪৯.১২ গড় ও ১১৯.৪৫ স্ট্রাইকরেটে লিটন ৩৯৩ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরষ্কার জিতেছেন। পুরষ্কার হিসেবে তিনি পেয়েছেন দুই লাখ টাকা। মোস্তাফিজ টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা বোলার হিসেবে বাড়তি দুই লাখ টাকা পুরষ্কার জিতেছেন।
এছাড়া ফাইনালে ৭০ রানের দূর্দান্ত এক ইনিংস খেলা মাহমুদউল্লাহ ম্যাচ সেরার পুরষ্কার জিতে অর্জন করেছেন এক লাখ টাকা। ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় মাহমুদউল্লাহর খেলা ৭০ রানের ইনিংসের উপর ভর করেই খুলনা মোটামুটি বড় সংগ্রহ দাঁড় করাতে পারে খুলনা।
বাড়তি পুরষ্কার হিসেবে বিসিবি স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড হিসেবে চারজনকে পুরস্কৃত করেছে। মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন, ফরচুন বরিশালের পারভেজ হোসেন ইমন, গাজী গ্রুপ চট্টগ্রামের শরিফুল ইসলাম এবং বেক্সিমকো ঢাকার রবিউল ইসলাম রবি পুরষ্কার হিসেবে এক লাখ টাকা করে পাচ্ছেন।
দলকে প্লে-অফে নিতে না পারলেও নাজমুল হোসেন ৮ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে৩০১ রান করেছেন। এছাড়া বরিশালের পারভেজ হোসেন ইমন ৯ ম্যাচে ১ সেঞ্চুরি ও ১ হাফসেঞ্চুরিতে ২৩৩ রান করেছেন। গাজী গ্রুপ চট্টগ্রামের তরুণ পেসার শরিফুল ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সেরার তালিকার চার নম্বরে আছেন। অন্যদিকে ঢাকার স্পিনিং অলরাউন্ডার রবিউল ইসলাম ১৩ উইকেটের নিয়ে স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড হিসেবে এক লাখ টাকা পুরষ্কার জিতে নিয়েছেন।