My Sports App Download
500 MB Free on Subscription


নাঈম হাসানের টুর্নামেন্ট শেষ

মুমিনুল হক, আবু জায়েদ রাহির পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন নাঈম হাসান। ডান হাতের কনিষ্ঠ আঙুলের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশে খেলা হচ্ছে না বেক্সিমকো ঢাকার ডানহাতি এই স্পিনারের। বেক্সিমকো ঢাকা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। 

গত বৃহস্পতিবার জেমকন খুলনার বিপক্ষে ঢাকার একাদশে ছিলেন না নাঈম। তবে দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে নামেন তরুণ এই স্পিনার। ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান তিনি। তার কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

 দেবাশীষ চৌধুরী বলেন, ‘নাঈমের আঙুলে একটু চিড় আছে। ডান হাতের কনিষ্ঠ আঙুলে তার চোট লেগেছে। আমরা কাল একটু আলোচনা করব অর্থোপেডিকের সঙ্গে। এরপর একটা সিদ্ধান্ত আমরা নেব। কাল সকালের অ্যাপোয়েনমেন্ট করা আছে।’

এই টুর্নামেন্টে নাঈমের খেলা হচ্ছে না, এটা নিশ্চিত। তবে আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলার ব্যাপারে এখনই মন্তব্য করছেন না দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে তার আর খেলা হচ্ছে না। উইন্ডিজ সিরিজ নিয়ে এখনই কমেন্ট করছি না। আগে কথা বলি, এরপর জানা যাবে।’

বৃহস্পতিবার খুলনার ইনিংসের মাঝপথে ডিপ এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি ফেরাতে গিয়ে চোট পান নাঈম। শুরুতে গুরুতর না মনে হলেও প্রাথমিক চিকিৎসা দিতে তাকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। এরপর ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন নাঈম। পর্যবেক্ষণের পর জানানো হয়, টুর্নামেন্টের বাকি অংশে তার আর খেলা হচ্ছে না।