My Sports App Download
500 MB Free on Subscription


একটি জয়ের খোঁজে আজ মাঠে নামছে বাংলাদেশ

ওয়ানডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি সিরিজও হোয়াটওয়াশ চোখ রাঙ্গাচ্ছে মাহমুদউল্লাহর দলকে। অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে মুখিয়ে লাল-সবুজ জার্সিধারীরা। আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় অকল্যান্ডের ইডেন পার্কে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে।

হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টিতে বাজে পারফরমেন্সে ৬৬ রানে হারে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পাশাপাশি ফিল্ডারদের ব্যর্থতায় সমালোচিত হতে হয়েছে মাহমুদউল্লাহর দলকে। এরপর নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও ২৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ে কিছুটা ভালো করলেও দল অনুযায়ি ব্যাটিং করতে পারেনি তারা। ফলে হারই সঙ্গী হয়েছে বাংলাদেশের। এ পর্যন্ত টি-টোয়েন্টিতে ৮ দেখার সবকটিই হেরেছে লাল-সবুজরা। অকল্যান্ডের ইডেন পার্কের উইকেটেও ম্যাচটা হবে হাইস্কোরিং, ফলে এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মাহমুদউল্লাহর দলকে। 

অকল্যান্ডে মাটিতে সর্বোচ্চ ২৪৫ রান রয়েছে। এই মাঠে একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও, এখনও পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। ২০০৭ সালে খেলা ওয়ানডে ম্যাচটিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ দল ২০১ রান করেছিল। জবাবে ৪৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচটি হারলেও মোহাম্মদ আশরাফুলের দল ভালো ফাইট দিয়েছিল।  

টানা হারের বৃত্তে থাকা বাংলাদেশ দল মুখিয়ে আছে শেখ ম্যাচটিতে ভালো করতে। দ্বিতীয় ম্যাচটি হেরে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘সফরের জন্য নিউজিল্যান্ড বেশ কঠিন জায়গা এবং এখানে আমাদের রেকর্ড মোটেও ভালো নয়। আমরা কি করতে পারি তার প্রমাণ দেখিয়েছি। কিন্তু আমরা ধারাবাহিক নই। আশা করি আমরা পরের ম্যাচে (তৃতীয় টি-টোয়েন্টি) পুরো ৪০ ওভার ধারাবাহিক হতে পারবো। আপনার যদি পাঁচটি ওভার খারাপ হয়, তবে তারা আপনার উপর চাপ সৃষ্টি করবে এবং আপনাকে লড়াই থেকে ছিটকে দিবে। আশা করি, আমরা ভালো পারফরমেন্স করতে পারবো।’

  •