My Sports App Download
500 MB Free on Subscription


ফিলিস্তিনি শিশুদেরকে আবেগঘন বার্তা দিলেন আফ্রিদি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১০ মে গাজায় বিমান হামলার মাধ্যমে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত এই হামলায় ২১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। ইসরায়েলের এই আগ্রাসনে ফুঁসে উঠেছেন ক্রিকেট তারকারা। রশিদ খান, হাশিম আমলা, কাগিসো রাবাদাসহ বাংলাদেশের মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহিম, তাসকিনরাও নিজেদের সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রতি। এবার ফিলিস্তিনিদের সমর্থনের মিছিলে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। 

মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন এই অলরাউন্ডার। টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সাথেই চলছে।’

আফ্রিদি আরও লিখেছেন, ‘বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তি পাবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়।’