দুই দলে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছে তামিম-নাজমুলরা। মঙ্গলবার কুইন্সটাউনের জন ডেভিস ওভালে বাংলাদেশ সময় ভোর চারটায় খেলাটি শুরু হয়েছে। আগে ব্যাটিং করে তামিম একাদশ ৫০ ওভারে ২৩৩ রান সংগ্রহ করেছে।
বাংলাদেশ স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যা কম থাকায় প্রস্তুতি ম্যাচের দলে ৫ জন স্থানীয় ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তাদের নিয়েই তামিম-নাজমুল একাদশ গঠন করেছে ম্যানেজম্যান্ট।মঙ্গলবার আগে ব্যাটিং করে তামিম একাদশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের অপরাজিত ইনিংস গড়েছেন মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে স্থানীয় ক্রিকেটার বেনজি কুলহানের ব্যাট থেকে। তিনি ৪৬ রানে অপরাজিত ছিলেন।
এছাড়া মেহেদী হাসান ৩৮, মাহমুদউল্লাহ ৩৫, সৌম্য সরকার ২৮, নাঈম শেখ ১২নাজমুল একাদশের হয়ে রুবের হোসেন ৪২ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন। এছাড়া ৪০ রানে একটি উইকেট নেন সাইফউদ্দিন।তামিম একাদশ: তামিম ইকবাল খান , নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নিউ জিল্যান্ড ক্রিকেটার (১), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমীন হোসেন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (৪)।
নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রব, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (২), নিউ জিল্যান্ড ক্রিকেটার (৩), শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (৫)।