My Sports App Download
500 MB Free on Subscription


‘তরুণদের জন্য মুশফিক অনুকরণীয় হতে পারেন’

কঠোর পরিশ্রম, শৃঙ্খলা আর ফিটনেস-এসব দিক থেকে গত কয়েক বছর ধরেই ক্রিকেট বিশ্বে আদর্শ মনে করা হয় বিরাট কোহলিকে। বাংলাদেশে অবশ্য বেশিরভাগ ক্রিকেটারের আদর্শ মুশফিকুর রহিম। জাতীয় দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিকোলাস লি এমনটাই মনে করেন।

বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড় কে? এক বাক্যে উত্তরটা আসবে- মুশফিকুর রহিম। সেই ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে অনুশীলনেও তিনি থাকেন ম্যাচের মতো ‘সিরিয়াস’। পরিণত হয়েছেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড়ে। যাকে আদর্শ হিসেবে মানেন অনেক তরুণ ক্রিকেটাররা। সোমবার নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় নিকোলাস লি মুশফিকের প্রশংসা করেছেন।, ‘আমি অন্য অনেক দলেই কাজ করেছি। তবে এই দলটির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তারা খুব পরিশ্রমী। দলের মধ্যে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিকুর রহিম। দলের অনেক তরুণ ক্রিকেটার আপনি জিজ্ঞেস করলে তারা মুশফিককে অনুসরণের কথা বলবে। দলের তরুণরা বুঝতে শিখেছে, এই যুগে শারীরিক ভাবে ফিট থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। ‘ 

গত বছর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও মুশফিকের প্রশংসা করে বলেছিলেন, ‘মুশফিক ফিটনেসের দিক থেকে নিজেকে যেভাবে সামলায় তা অবিশ্বাস্য। সে এমন একজন, যাকে অনুসরণ করা যায়। হ্যাঁ, বিরাট কোহলি অবশ্যই উদাহরণ সৃষ্টি করেছে। মুশফিকও বাংলাদেশ দলে অনেক তরুণ ক্রিকেটারের আদর্শ হতে পারে।’ক্রিকেটারদের ফিটনেসের গুরুত্ব বোঝাতে গিয়ে নিকোলাস বলেছেন, ‘একজন ক্রিকেটার যতটা ফিট থাকতে, সে মাঠে ততো বেশি পারফরম্যান্স করতে পারবে। শুরুতে নিজেকে ফিট করতে কিছুটা কষ্ট হয়তো করতে হয়। কিন্তু একবার ফিটনের উন্নতি হয়ে গেলে, সবাই এই কাজটি উপভোগ করে। ক্রিকেটারদের এ ব্যাপার ভালো ধারনা দিতে পারলে তারা সত্যিকার অর্থেই ফিটনেস উপভোগ করবে।’

  •