নতুন শুরুর আশা নিয়ে ডানেডিন ছেড়ে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ। এই ভেন্যুতেই মঙ্গলবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে তামিম ইকবালের দল। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়।
ডানেডিনের দুঃখ ভুলে টিম টাইগার্স তাকাতে চায় সামনে। রানের ক্ষুধা সঙ্গী করে লড়াই জমাতে চায় দল। আগের ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক ঘটা অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ক্রাইস্টচার্চ পৌছে ভিডিও বার্তায় বললেন সে কথাই,‘এখানকার উইকেটে খেলতে গেলে অবশ্যই রানটা খুব প্রয়োজন। ২৬০-২৭০-২৮০ এই রান হয়ত ডিফেন্ড করার মতো ওদের বিপক্ষে।
আমাদের যে বোলিং আক্রমণ আছে আমরা হয়তো ওভারকাম করতে পারব। আমাদের ব্যাটসম্যান যারাই আছে দায়িত্ব হবে দলটাকে একটা ভালো স্কোর দাঁড় করানো।’নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। একদমই সুখকর হয়নি শুরুর অভিজ্ঞতা। ব্যাটে-বলে সফরকারীদের গুঁড়িয়ে ৮ উইকেটে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে (১-০) স্বাগতিক নিউজিল্যান্ড।