My Sports App Download
500 MB Free on Subscription


জার্সিতে 'বাংলাদেশ' অবশ্যই থাকবে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বিশেষ জার্সি তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক ভাবে জার্সি উন্মোচন না হলেও বিসিবি রবিবার সন্ধ্যায় জার্সির ছবি প্রকাশ করে। তবে নতুন নকশার এই জার্সি তৈরির পর সমালোচনার মুখে পরতে হয় বিসিবিকে।

প্রথমত জার্সির বুকের ওপর ছিল না বাংলাদেশ লিখা নাম তার উপর স্পন্সরের নামের তুলনায় বাংলাদেশ লিখাটা অনেক ছোট। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রকাশ পাওয়ার পর এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। যে কারণে ছবি প্রকাশের ২ঘন্টার মধ্যেই ভুল সংশোধন করে নতুন জার্সির ছবি প্রকাশ করে বিসিবি।

নতুন জার্সিতে স্পন্সরের নামের নিচেই যোগ করা হয়েছে 'বাংলাদেশ'। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও জানিয়েছেন ভুলবশত ডিজাইনের জন্য ব্যবহৃত বাংলাদেশ লেখা ছাড়া জার্সিটির ছবি প্রকাশ করেছে বিসিবি। বুকের ওপর অবশ্যই বাংলাদেশ থাকবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে জালাল বলেন, 'আমি এটা ঠিক বলতে পারবোনা। কিন্তু ওইটা দেয়া হয়েছিলো হয়তো ভুলবশত হয়ে গিয়েছে। দুইটা জার্সি যে জার্সিটা দেখানো হয়েছে হয়ত সেটা দেখানোর কথা ছিল না। ডিজাইনের জন্য একটা রাখা ছিলো। ওটাই হয়ত দেখানো হয়েছে। বাংলাদেশ লেখা তো অবশ্যই থাকতে হবে।'

প্রথম ডিজাইন সংশোধন করে বাংলাদেশ লেখা সংবলিত ছবি প্রকাশ করলে শুরু হয় আবারো সমালোচনা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর 'বেক্সিমকো' গ্রুপের নাম বাংলাদেশ নামের থেকে বেশ বড়। তবে এ বিষয়টি এখনও সংশোধন করেনি বিসিবি।

সাধারণত জার্সিতে স্পন্সরের নাম ও জার্সিতে দেশের নাম ব্যবহারের ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। সেই নীতিমালা বা কোড মেনে জার্সিতে বাংলাদেশ লেখা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখে ভুল সংশোধন করা হবে বলেও জানান বিসিবির এই মিডিয়া কমিটির চেয়ারম্যান।

এ প্রসঙ্গে জালাল বলেন, 'এখানে কিন্তু কোন সুযোগ নাই । আইসিসির একটা কোড দেয়া আছে । ক্লোথিংয়ের ওপরে কত বড় হবে সব কিছু কিন্তু ঐ কোডে দেয়া আছে। আমরা এর বাইরে কিন্তু দিতে পারবো না। বাংলাদেশ লেখাটা ছোট কি বড় হয়েছে তা অবশ্যই আমরা দেখবো। যদি সত্যিই ওরকম কিছু হয়ে থাকে আমরা এটা ঠিক করে নিবো।'

২০২১ সালে পালন হবে স্বাধীনতার ৫০ বছর। এছাড়া পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’। দুটি উপলক্ষকেই স্মরণীয় করে রাখতে তৈরি হচ্ছে বিশেষ এই আইকনিক জার্সি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে টাইগারদের জার্সিতে শোভা পাবে মুক্তিযোদ্ধাদের উল্লাস ও স্মৃতিসৌধ। দেশের পতাকার আবহে জার্সিতে থকবে লাল-সবুজ রঙ।