My Sports App Download
500 MB Free on Subscription


ক্যাম্প শুরুর আগেই ফিরবেন ডমিঙ্গো-গিবসনরা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে এ বছরের ২৫ নভেম্বর বাংলাদেশে এসেছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এরপর টুর্নামেন্টটির গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগেই ক্রিসমাসের ছুটি কাটাতে গত ১১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি।

আগামী বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজের জন্য জানুয়ারীর প্রথম সপ্তাহেই আবারো বাংলাদেশে ফেরার কথা রয়েছে ডমিঙ্গোর। তখন তাঁর সঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফের বাকি সদস্যরাও বাংলাদেশে ফিরে আসবেন।

এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। জানুয়ারীর প্রথম সপ্তাহে কোচরা ফিরলেই জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন বলেও জানান তিনি। সেক্ষেত্রে জানুয়ারীর ৮ তারিখ থেকে ১০ তারিখের মধ্যেই অনুশীলন শুরু করার সম্ভাবনা রয়েছে সাকিব-তামিমদের।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজাম বলেন, 'আমাদের ৮ থেকে ১০ তারিখের মধ্যে অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথম সপ্তাহেই হয়ত টিম ম্যানেজমেন্টের কোচরা চলে আসবেন। তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং আলোচনা চালিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই আপনারা নির্দিষ্ট তারিখটা জেনে যাবেন।'

এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপের শুরুতেও ঢাকায় এসেছিলেন ডমিঙ্গো। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের অনুশীলন করিয়েছিলেন তিনি। এছাড়া প্রেসিডেন্টস কাপের পুরোটা জুড়েই তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যবেক্ষনের দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রধান কোচ।

তখন তাঁর সঙ্গে জাতীয় দলের বাকি কোচরাও বাংলাদেশে উপস্থিত থেকে ক্রিকেটারদের অনুশীলন করিয়েছিলেন এবং প্রেসিডেন্টস কাপে তিন দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। প্রেসিডেন্টস কাপ শুরুর আগে ডমিঙ্গো বাংলাদেশে ফিরলেও নিজ নিজ দেশেই থেকে গিয়েছিলেন ওটিস গিবসন, রায়ান কুকরা।