কিছুদিন আগে বোর্ড সভার সিদ্ধান্তক্রমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক নিযুক্ত হয়েছেন আব্দুর রাজ্জাক। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমনদের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখবেন এই বাঁহাতি স্পিনার। খুলনা বিভাগের হয়ে সাতটি শিরোপা জেতা রাজ্জাককে বৃহস্পতিবার সম্মাননা জানিয়েছে খুলনা বিভাগের খেলোয়াড়রা।
নির্বাচকের দায়িত্ব নিয়ে নিজ বিভাগ খুলনাতেই আছেন রাজ্জাক। বৃহস্পতিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম রাউন্ডের শেষ দিনে ম্যাচের ফাঁকে রাজ্জাককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালো খুলনা বিভাগের খেলোয়াড়রা। এ সময় প্রিয় ক্রিকেটারদের পাশে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
খুলনার ক্রিকেটাররাও রাজ্জাককে মাঠ থেকে এমন বিদায় দিতে পেরে দারুন খুশি। এদিন লাঞ্চ বিরতির পর দুই দলের সব ক্রিকেটাররা মাঠে থেকে যান। রাজ্জাককে সাথে করে মাঠে ঢুকেন খুলনার কোচ ইমদাদুল বাশার রিপন। উইকেটের দুই পাশে দাঁড়িয়ে কিংবদন্তি ক্রিকেটারকে স্বাগত জানান দুই দলের ক্রিকেটাররা। বিদায়ে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার, খুলনা-সিলেট ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান, খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান ও বিদায়ী ক্রিকেটার আব্দুর রাজ্জাক।