৬ বলে এক ওভার, এ তথ্য কার না জানা! এমনকি ক্রিকেটের খবর রাখেন না, এমন মানুষও জানেন ৬ বলে এক ওভার হয়। কিন্তু শুক্রবার মিরপুরে ঘটে গেল অবাক করা এক ঘটনা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ৫ বলেই ওভার দিতে দেখা গেল আম্পায়ারকে। তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার সময়ে ক্রিকেট ম্যাচে এমন ভুল রীতিমতো হইচই ফেলে দেওয়ার মতোই।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করছিল। খেলার তখন ৪০ ওভার চলে, বোলার মুস্তাফিজুর রহমান। প্রথম দুটি বল করার পর একটি নো বল করেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। ফ্রি-হিট ঘোষণা করেন আম্পায়ার। ফ্রি-হিটের ডেলিভারিটিও নো বল করেন মুস্তাফিজ। এরপর তিনি আরও তিনটি বল করার পর আম্পায়ার ওভার ঘোষণা করেন। কিন্তু সব মিলিয়ে বল হয়েছিল ৫টি।
মাঠে নজর ছিল না, এমন সবাই স্কোরকার্ডে চোখ রেখে ধন্ধেই পড়ে যান। প্রশ্ন ওঠে মুস্তাফিজ কি চোটের কারণে ওভার শেষ করতে পারেননি? কিন্তু মুস্তাফিজকে মাঠে ফিল্ডিং করতে দেখে এই প্রশ্ন অবান্তর হয়ে ওঠে। জটলা ছোটাতে বিসিবির অফিসিয়াল স্কোরারদের সহায়তা নেওয়া ছাড়া গতি ছিল না। তাদের কাছে গিয়ে জানা গেল আসল ঘটনা।
৫ বলের ওভারের রহস্য নিয়ে জানতে চাইলে অফিসিয়াল স্কোরাররা জানালেন, আম্পায়ারের ভুলে ৫ বলে একটি ওভার হয়ে গেছে। তাদের ধারণা পর পর দুটি নো বল ও দুটি ফ্রি-হিটের কারণে পরের চার বলের হিসাব ঠিকভাবে রাখতে পারেননি দায়িত্বরত আম্পায়ার গাজী সোহেল। আম্পায়ারকে আরেকটি বলের ব্যাপারে বলে ওভার ঠিক করানোর সুযোগ না থাকায় ৫ বলেই শেষ হয় ওভার।
ক্রিকেটে অবশ্য এমন ঘটনা নতুন নয়। আগেও আন্তর্জাতিক ম্যাচে ৫ বলে ওভার হতে দেখা গেছে। সবগুলোই আম্পায়ারের ভুলে হয়েছে। সর্বশেষ ২০১২ সালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ৫ বলের ওভার দেখেছিল ক্রিকেটবিশ্ব। অ্যাডিলেডে অনুষ্ঠিত সেই ম্যাচে লাসিথ মালিঙ্গার করা ৩৮ তম ওভারটি ৫ বলেই শেষ করে দেন দায়িত্বরত আম্পায়ার সিমন ফ্রাই।