My Sports App Download
500 MB Free on Subscription


লঙ্কা প্রিমিয়ার লিগে করোনার থাবা

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর মাঠে গড়ানোর আগেই একের পর একের বাঁধায় জর্জরিত। করোনার কারণে কয়েক দফায় পিছিয়ে সূচি চূড়ান্ত করার পর এবার হানা দিয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। করোনা আক্রান্ত হয়েছেন কলম্বো কিংসের কানাডিয়ান ক্রিকেটার রবীন্দ্রপাল সিং।

টুর্নামেন্টে খেলতে ইতোমধ্যে শ্রীলঙ্কায় এসে পৌঁছেছেন রবীন্দ্রপাল। শ্রীলঙ্কা স্বাস্থ্য বিভাগের দেয়া নিয়ম অনুযায়ী এলপিএলে খেলা প্রত্যেক ক্রিকেটারকে তাদের দেশে এসে করোনা পরীক্ষা করাতে হবে। নিয়ম অনুযায়ী করা ওই পরীক্ষাতেই তাঁর ফলাফল পজেটিভ আসে।

এই কানাডিয়ান ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আইপিজি গ্রুপ কোম্পানির প্রধান নির্বাহী অনিল মোহন। যারা কিনা এলপিএলের উদ্বোধনী আসরটি আয়োজন করছে। করোনা পজেটিভ আসার পর তাঁকে অন্য একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

অনিল বলেন, ‘রবীন্দ্রপালকে ওই এলাকার অন্য একটি হোটেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, যা একটি হাসপাতালের মতো স্থাপন করা হয়েছে। তিনি অন্যদের মতো একই হোটেলে নয়, তারা সবাই জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। অন্যরা যথারীতি অনুশীলন করবে এবং টুর্নামেন্টের জন্য প্রস্তুতি  নেবেন।’

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই নিজেদের সরিয়ে নিতে শুরু করেছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। যেখানে রয়েছেন ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, ফাফ ডু প্লেসি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ সরফরাজ, ডেভিড মিলার এবং লিয়াম পাঙ্কেটের মতো ক্রিকেটাররা।

আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে এলপিএলের উদ্বোধনী আসরটি। পাঁচ দলের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। করোনার কারণে সবগুলো ম্যাচই হবে দর্শক শূন্য স্টেডিয়ামে।