My Sports App Download
500 MB Free on Subscription


উইলিয়ামসনের অনুপ্রেরণা ধোনির অধিনায়কত্ব

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কেন উইলিয়ামসন। তার অধীনেই ২০১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল কিউইরা।

শুধু ওয়ানডেই নয় টেস্টেও অধিনায়ক হিসেবে সফল উইলিয়ামসন। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই নম্বর অবস্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলারও জোর দাবি জানিয়ে রাখছে তারা।

এর পেছনে বড় অবদান আছে অধিনায়ক উইলিয়ামসনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিউই দলপতিকে প্রশ্ন করা হয়েছিল ক্রিকেট ইতিহাসের কোন অধিনায়কের অধীনে খেলার আগ্রহ রয়েছে তার। কিংবা কোন অধিনায়কের কাছ থেকে প্রতিনিয়ত শেখেন তিনি।

উত্তরে উইলিয়ামসন বলেন, 'এম এস ধোনি এমন একজন যার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখছি। সে দারুণ ভাবে দলকে পরিচালিত করে।'

কিউই অধিনায়ক জানিয়েছেন, অধিনায়ক হিসেবে ধোনিকেই অনুসরণ করেন তিনি। ধোনির অধীনেই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।

এরপর তার অধীনেই ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপের শিরোপা জয় করে ভারতীয়রা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। তাই উইলিয়ামসন এখনও তার কাছ থেকে শেখার সুযোগ পাচ্ছেন।

 

  •