বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে একাদশে সুযোগ পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়। সুযোগ পেয়ে শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তরুণ এই ব্যাটসম্যান।
মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে না পারায় ঢাকার বিপক্ষে ৭ রানে হারতে হয় তাদের। যা কিনা চলতি টুর্নামেন্টে তাদের প্রথম হার। এদিন বেক্সিমকো ঢাকার বিপক্ষে ২৪ বলে ২৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। যেখানে ৩টি চার এবং একটি ছক্কা মেরেছিলেন তিনি। ইনিংস বড় করতে না পারায় হতাশ তিনি।
এ প্রসঙ্গে জয় বলেন ‘আমি যদি আরেকটু বড় করতে পারতাম আমার দলের জন্য ভালো হতো। আমি সেট হয়ে আউট হয়েছি। আমার দল আমাকে একটা সুযোগ দিয়েছিল আমি সেটা কাজে লাগাতে পারিনি শেষ পর্যন্ত। এটা বড় একটি ভুল হয়েছে। আমি পরবর্তীতে চেষ্টা করবো সেট হলে ইনিংসটা একটু বড় করার।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জিং হবে প্রতিটি দলই চেষ্টা করবে আমাদের হারানোর জন্য। সবারই লক্ষ্য আছে কোয়ালিফাই করার। পরবর্তী ম্যাচ থেকেই আমরা চেষ্টা করবো ঘুরে দাঁড়ানোর। মিডল অর্ডার ব্যাটসম্যানদের জুটি আরেকটি বড় হলে আমরা ম্যাচটা সহজে জিততে পারতাম।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে করোনা পরীক্ষা করা হয়েছিল পাঁচ দলের ক্রিকেটার এবং কর্মকর্তাদের। সেই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন যুব বিশ্বকাপ জয়ী দলের এই ক্রিকেটার।
টুর্নামেন্টের পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর ২৯ নভেম্বর করোনামুক্ত হয়েছেন তিনি। করোনা মুক্ত হয়েই জয় যোগ দিয়েছিলেন গাজী গ্রুপ চট্টগ্রামের অনুশীলনে। অনুশীলনে যোগ দেয়ার আগে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হয়েছে তাঁকে।