ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে বাংলাদেশ। সফরের শেষ ম্যাচটিতে বাংলাদেশের সামনে আরেকটি সুযোগ হারের বৃত্তটা ভাঙ্গার। বৃহস্পতিবার অকল্যান্ডে সেই সুযোগটা কাজে লাগাতে বদ্ধপরিকর মাহমুদউল্লাহরা। এই কারনে আগের ম্যাচগুলোর ভুলগুলো আর করতে চায় না সফরকারীরা। ম্যাচ পূরবর্তী সংবাদ সম্মেলনে সৌম্য জানিয়ে গেলে ভুল না করলে অকল্যান্ডে তাদের পক্ষে জেতা সম্ভব।
অকল্যান্ডে শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে সৌম্য সরকার বলেছেন, ‘এখানে জেতা সম্ভব। কিন্তু আমরা যেভাবে খেলছি, সেভাবে খেললে সম্ভব নয়। একদিন বোলাররা ভালো করছি, একদিন ব্যাটসম্যানরা। তিন বিভাগেই ভালো করতে পারলে ম্যাচ জেতা সহজ হতো। আর একটা ম্যাচই বাকি আছে। যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি তাহলে জেতা সম্ভব।’
এরপরই সৌম্য জানালেন আসল কথাটি। গত ম্যাচগুলোতে বাংলাদেশের ফিল্ডিং ছিল যাচ্ছেতাই। কখনো কখনো ব্যাটিং-বোলিং ভালো হলেও ফিল্ডিংয়ে সবগুলো ম্যাচেই অসংখ্য ভুল করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বিষয়টি উল্লেখ্য করে সৌম্য বলেছেন, ‘গত ম্যাচে আগের চেয়ে ফিল্ডিং ভালো হয়েছে। একটা দুইটা ছোট ছোট ভুল হচ্ছে। সবহুলো বিভাগে ভুলগুলো না করলে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ি খেলতে পারলে আমাদের পক্ষে আগামীকাল জেতা সম্ভব।’