My Sports App Download
500 MB Free on Subscription


শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত ক্রিকেটাররা: প্রধান নির্বাচক

দুই টেস্টের সিরিজের আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। দুইদিনের অনুশীলন ও একদিনের প্রস্তুতি ম্যাচ দেখেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানালেন শ্রীলঙ্কার কন্ডিশন ও উইকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে মুমিনুলরা।

গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হওয়ার কথা জানান প্রধান নির্বাচক, ‘আমাদের খেলোয়াড়েরা দুইদিন অনুশীলনের পরই আজ অনুশীলন ম্যাচটা পেয়েছে, এটা আমাদের জন্য যথেষ্ট উপকার হয়েছে। বিশেষ করে ওয়েদার, কন্ডিশন সবকিছুর সাথে মানিয়ে নেয়ার জন্য। উইকেট এবং যে হিউমিড এখানে তার সাথে পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য খেলোয়াড়দের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুইদিনের ম্যাচের প্রথমদিন আমরা শেষ করতে যাচ্ছি আজ, আমার মনে হয় খেলোয়াড়েরা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সাথে।’

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তামিমের দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি জড়েছে প্রধান নির্বাচকদের মুখ থেকে, ‘যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে, বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন লেংথ ও ভালো জায়গায় বল করার। সবমিলিয়ে আমি বলবো এটা খুব ভালো প্রস্তুতিতে সহায়তা করছে, আগামীকাল আরও একদিনের খেলা আছে। আমি মনে করি এরপর আমরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো।’

ব্যাটসম্যানরা ভালো করলেও বোলাররা তেমন ভালো করতে পারেনি। যদিও প্রধান নির্বাচক ফ্লাড উইকেটকেই সামনে আনলেন, ‘এখানে অনুশীলন ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। এটা অনেকটা ফ্লাড উইকেটের মতো। যদিও টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আগামী দিন আরও একটা দিন বাকি আছে ম্যাচ অনুশীলনে অভ্যস্ত হওয়ার জন্য।’