ইনজুরিতে থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফি বিন মুর্তজার। তবে বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের খেলার পথ খোলা রেখেছিল বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনো দল তাকে দলে নিতে পারবে। একাদিক দল আগ্রহ প্রকাশ করলে তখন লটারি করা হবে।
দীর্ঘদিন পর অনুশীলন করতে মিরপুরে পা রাখতেই মাশরাফির দিকে হাত বাড়িয়েছে কয়েকটি দল। তাকে দলে নিতে প্রথম দল হিসেবে বিসিবির কাছে আবেদন করে ফরচুন বরিশাল। এরপর আবেদন করে জেমকন খুলনা। এবার মিনিস্টার গ্রুপ রাজশাহীও মাশরাফিকে দলের নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে। তারাও বিসিবি বরাবর আবেদন করেছে।এ বিষয়ে রাজশাহীর মিডিয়া ম্যানেজার ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার বলেছেন, ‘সাইফউদ্দিনকে নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছিলাম, সেখানে বড় একটা ধাক্কা খাওয়ার পরে সাইফউদ্দিনকে আশা করি পেতে যাচ্ছি। এখন সাথে যদি মাশরাফিকে পাই, দলের শক্তি অনেক বেড়ে যাবে। সাইফউদ্দিন, মাশরাফি দুজনকে এক সাথে খেলাতে পারলে আমাদের জন্য বিশাল একটা পাওয়া হবে।’
প্রথম দুই ম্যাচে জেতার পর হেরেই চলেছে রাজশাহী। টানা তিন ম্যাচ হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিংয়ে সাফল্য মিললেও বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারছে না দলটি। এ কারণে মাশরাফির মতো একজন অভিজ্ঞ পেসারকে দলে পেতে চেষ্টা শুরু করেছে রাজশাহী।হান্নান সরকার বলেন, ‘বোলিংয়ে সাম্প্রতিক ম্যাচগুলোয় কিছুটা সংগ্রাম করছি। পরের তিন ম্যাচে জেতার জন্য বোলিং ভূমিকাটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে মাশরাফিকে আমরা চাচ্ছি। আগেও বলেছি, যখন সময় হবে, তখন আমরা সিদ্ধান্ত জানাব। এখন আমরা এমন একটা অবস্থানে এসেছি যে, মাশরাফিও তার সিদ্ধান্ত জানাতে পারবে বা বোর্ডও আমাদের মেডিকেল টিমের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে। সেটার পরই আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে মাশরাফির ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে পারি।’
রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাশরাফি এলে কে থাকবেন অধিনায়ক হিসেবে? এ বিষয়টি মাশরাফির হাতেই ছেড়ে দিতে যায় দলটি। হান্নান সরকার বলেন, ‘এই বিষয়টি এখনও এভাবে চিন্তা করিনি। বিষয় হচ্ছে মাশরাফি কী চাচ্ছে। মাশরাফি এমন একজন খেলোয়াড় বা অধিনায়ক, তার সাথে আলোচনা না করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। এখানে মাশরাফির মতামতই প্রাধান্য পাবে। ও আমাদের দলে এলে প্রথম আলোচনাটাই হবে তুমি কি অধিনায়কত্ব করতে চাও।’তিনটি দল আবেদন করলে বিসিবি থেকে এখনও কিছু জানানো হয়নি। এ বিষয়ে রাজশাহীর ম্যানেজার বলেন, ‘এখনও বোর্ড থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি মাশরাফিকে পাওয়ার ব্যাপারে। আমরা যেটা করেছি তাকে দলে পেতে প্রক্রিয়া শুরু করেছি, বোর্ডে আবেদন করেছি। বাকিটা সময়ের সাথে সাথে বোর্ডের মাধ্যমে জানতে পারব।’