My Sports App Download
500 MB Free on Subscription


কুইন্সটাউনে একদিন পর দলের সঙ্গে যোগ দেবেন ভেট্টরি

গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ ছাড়েন ড্যানিয়েল ভেট্টরি। করোনাভাইরাস মহামারীর কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকায় এই কিউই স্পিন বোলিং কোচকে পায়নি বাংলাদেশ। অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে, মিরাজ-নাসুম-মেহেদীদের স্পিন কোচ ভেট্টরি।

বুধবার সন্ধ্যায় কুইন্সটাউনের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল। আগামীকাল ১৪ দিনের কোয়ারিন্টেইন শেষ হচ্ছে বাংলাদেশ দলের। ফলে বৃহস্পতিবার থেকে স্বাধীনভাবে ঘুরতে আর কোন বাঁধা থাকবে না ক্রিকেটারদের। বৃহস্পতিবার থেকে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প শুরু হবে। ওখানেই দলের সঙ্গে যোগ দেবেন কিউই্ এই স্পিনার।ভেট্টরির দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম লিডার জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, কুইন্সটাউনে দলের সঙ্গে যোগ দেবেন ভেট্টোরি। তবে দল যাওয়ার একদিন পর দলের সঙ্গে যোগ দেবের তিনি। সূচি অনুযায়ি পুরো দল কুইন্সটাউন যাওয়ার আগে আজই ভেট্টোরির কুইন্সটাউন যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রটোকলে কড়াকড়ির কারণেই একদিন দেরি করে দলের সাথে যুক্ত হবেন ভেট্টোরি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নিজ দেশ নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন জটিলতায় বাংলাদেশে আসা হয়নি ভেট্টরির। দীর্ঘ বিরতি কাটিয়ে নিউজিল্যান্ডে ২০ থেকে ২২ দিনের মতো তাইজুল-মেহেদীদের নিয়ে কাজ করবেন ভেট্টরি। দৈনিক আড়াই হাজার ডলার বেতন ভেট্টোরি ১০০ দিনের জন্য স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ইতিমধ্যে ৬০ দিন শেষ হয়েছে তার।কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্পের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ যুক্ত হয়েছে। এরপর ১৮ মার্চ ডানেডিন যাবে। সেই শহরেই ২০ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি কেবল দিবা-রাত্রির।ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।