শ্রীলঙ্কায় দেওয়া কোয়ারেন্টিন শর্ত মেনে সফর করতে অপারগতা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি)। তবে কোয়ারেন্টিন ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমস্যা হবে না বিসিবির। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি দলের মন্তব্যে এমনই আভাস। করোনাকালের আন্তর্জাতিক সফরগুলো যেভাবে হচ্ছে, ঠিক সেভাবেই বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ৭ দিনের কোয়ারেন্টিনে তিনদিন বাধ্যতামূলক হোটেল বন্দি হয়ে থাকতে হবে, বাকি চারদিন অনুশীলনের সুযোগ পাবে দল।
গত শনিবার ঢাকায় আসেন ওয়েস্ট ইন্ডিজের দুই প্রতিনিধি দল। তারা হচ্ছেন ড. আকশাই মানসিং এবং পল স্লোওয়ে। বৃহস্পতিবার দেশে ফিরে প্রতিনিধি দল তাদের রিপোর্ট জমা দেবেন। এই রিপোর্টের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বুধবার যাওয়ার আগে সংবাদ মাধ্যমেক নিজেদের অবস্থান জানানোর পাশাপাশি কোয়ারেন্টিন ইস্যুতে কথা বলেছেন তারা। কবে নাগাদ সফর হতে পারে এমন প্রশ্নের জবাবে আকশাই মানসিং বলেছেন, ‘তারিখ এখনও নির্দিষ্ট নয় সেই কারণেই (কোয়ারেন্টিন)। কারণ কোভিড প্রোটোকল অনুযায়ী, কমপক্ষে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। কারণ আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন বাংলাদেশকে আক্রান্ত না করি। সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা কোয়ারেন্টিনে থাকি।’
এই সাতদিন কিভাবে কোয়ারেন্টিনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ সেটিও জানালেন মানসিং, ‘প্রথম তিন দিনের জন্য আমরা ইন-রুম কোয়ারেন্টিনের পরামর্শ দেবো। প্রথম টেস্টটি হবে পৌছানোর পর। তিন দিনের পর আমরা আরেকবার টেস্ট করাবো । সেটিতে নেগেটিভ আসলে আমরা আমাদের স্কোয়াডের ভেতর প্র্যাকটিস করতে চাই। সাত দিন পার হবার আগে বাইরের কারো সামনে আসতে চাই না। আমরা বন্দি হয়ে অনুশীলন করবো ততদিন, সাত দিনের পর আমরা বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে নেট সেশন করতে পারবো।’তিনি আরও বলেছেন, ‘কেবল সাত দিনের ব্যাপারই নয়। আমাদের তিনটি নেগেটিভ ফল আসতে হবে। বাংলাদেশে আসার আগে একটি নেগেটিভ টেস্ট হতে হবে। সেজন্যই একদম নিশ্চিত তারিখ বলা যাচ্ছে না কবে থেকে সিরিজ শুরু হবে। সবকিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর।’