My Sports App Download
500 MB Free on Subscription


১ মার্চের মধ্যে ধাওয়ানদের আহমেদাবাদ হাজির হওয়ার নির্দেশ দিল বোর্ড

আগামী ১ মার্চের মধ্যে সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটারদের আমদাবাদে হাজির হওয়ার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে বিজয় হজারে ট্রফিতে খেলার জন্য দিল্লিতে থাকা শিখর ধওয়নকেও মাঝপথে শিবির ছেড়ে যোগ দিতে হচ্ছে ভারতীয় দলে।

শিখর একা নন, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ এবং রাহুল তেওয়াটিয়াও দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। এই তিনজনই এ বার টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন। প্রত্যেকেই রাজ্য দলের হয়ে বিজয় হজারে ট্রফিতে খেলার জন্য বিভিন্ন শহরে হাজির হয়েছিলেন। দিল্লি বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “বাকিদের সঙ্গে ১ মার্চ শিখর যোগ দেবে দলের সঙ্গে। যত দূর আমরা জানি, সাদা বলের দলে থাকা ক্রিকেটারদের ২/৩টে ম্যাচ খেলতে বলা হয়েছে যাতে ওরা ছন্দে থাকে। এরপর ফের নতুন করে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হবে।”

আগামী ১২ মার্চ থেকে আমদাবাদে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। এরপরে পুনে-তে তিনটি একদিনের ম্যাচ হবে।