My Sports App Download
500 MB Free on Subscription


আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজও

এপ্রিলে শুরু হওয়া ভারতীয় ট-টোয়েন্টি লিগ আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন মোস্তাফিজ। ইতিমধ্যে মোস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

আইপিএল চলাকালীন ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ওই সফরের জন্য মোস্তাফিজকে বিবেচনায় রাখা হয়নি। এ কারনেই অনাপত্তিপত্র দেওয়া হয়েছে মোম্তাফিজকে। প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ টেস্টের পরিকল্পনায় নেই। এই কারনে আমরা তাকে আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছি। সেখানে (ভারতে) খেলা তার জন্য ভালো হবে আরও কিছু অভিজ্ঞতা হবে।‘ 

শ্রীলঙ্কা সিরিজ বাদ দিয়ে সাকিব আইপিএল খেলতে চাওয়ার বিতর্কের মাঝে মোস্তাফিজ জানিয়েছিলেন যদি টেস্ট দলে তাকে বিবেচনা করা হয় তাহলে তিনি টেস্টই খেলবেন, আইপিএল নয়, ‘আইপিএল খেলতে যাবো কি যাবো না সেই সিদ্ধান্ত বিসিবি আমার ওপরেই ছেড়ে দিয়েছে। আমার কথা হলো ওইসময় তো শ্রীলঙ্কা সিরিজ। যদি আমাকে টেস্টের দলে রাখে, তাহলে আমি টেস্ট খেলবো, যদি না রাখে তাহলে বিসিবি যেটা বলবে আমি সেটাই করবো।’

সাকিব ইতিমধ্যে আইপিএল খেলতে ভারতে চলে গিয়েছেন। নিউজিল্যান্ড সফর শেষ করে এসে মোস্তাফিজ ভারতে যাবেন। আগমী ৯ এপ্রিল থেকে শুরু হবে এবারের আইপিএল। প্রথম দুই আসরে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। শেষ আসরে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার তাকে ১ কোটি রুপির ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে রাজস্থান।

  •