My Sports App Download
500 MB Free on Subscription


রিশাদের লেগ স্পিনের সামনে অসহায় ক্যারিবীয়রা

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের সকালটা নিজেদের করে নিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের বোলাররা আধিপত্য বিস্তার করতে থাকে। বিশেষ করে লিগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার খালেদ আহমেদের বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েছিল সফরকারীরা। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটের ৮৫ রানের কল্যানে ক্যারিবীয়রা ২৫৭ রান সংগ্রহ করে। জবাবে কোন উইকেট না হারিয়ে ২৪ রান নিয়ে দিন শেষ করেছে বিসিবি একাদশ।

ওয়ানডে সিরিজের মতো টেস্টের প্রস্তুতি ম্যাচেও স্পিনের বিপক্ষে ধুঁকেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ সুবিধা যেন না পায় সেই কারনে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে কোন বাঁহাতি স্পিনার রাখা হয়নি। অথচ জাতীয় দল থেকে দূরে থাকা রিশাদ হাসানের কাছেই পরাস্ত হতে হয়েছে ক্যারিবীয় ব্যাটসম্যানদের। ক্যারিবিয়ানদের পাঁচ উইকেট তুলে নিয়েছেন তরুণ রিশাদ। অল্প সময়ে হাত ঘুরিয়ে একটা করে উইকেট পেয়েছেন পার্ট টাইম স্পিনার সাইফ হাসান ও শাহাদাত হোসেন দিপুও। বাকি তিন উইকেট পেসার খালেদ আহমেদের। ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ২৫৭ রানে।

দিনের শুরুটা ভালো হয়েছিল সফরকারী দলের। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ব্যাটিং করেছেন ৭৩ ওভার পর্যন্ত। ১৮৭ বলে ৮৫ রান করে খালেদ আহমেদের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন ব্র্যাথওয়েট। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান এসেছে আরেক ওপেনার জন ক্যাম্বেলের ব্যাট থেকে। এসছে মিডল অর্ডারে ব্যাটিং করাকাইল মায়ার ৪০ রান করতে খেলেছেন ৩৯ বল।শাদ ২৩.১ ওভার বোলিং করে ৭৫ রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট। খালেদ তিন উইকেট নিয়েছেন ২১ ওভারে ৪৬ রান খরচায়।

প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ: নুরুল হাসান সোহান, আকবর আলী, নাইম শেখ, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাদমান ইসলাম অনীক, শাহাদাৎ হোসেন দিপু, শাহিন আলম, সৈয়দ খালেদ আহমেদ ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি।ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেই ব্ল্যাকউড, শেইন মজলে, এনক্রুমা বোনার, কেভিম হজ, জশুয়া ডি সিলভা, কাইল মেয়ারস, আলজারি জোসেপ, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

  •