My Sports App Download
500 MB Free on Subscription


অভিষেকেই হৃদয় ছুঁয়েছেন সিরাজ

ঠিক দুই বছর আগে মায়াঙ্ক আগারওয়ালের অভিষেক টেস্টে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে জয় পেয়েছিলো ভারত। চলতি ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজ ও গুভমন গিলের। প্রতিপক্ষকে স্বল্প রানে বেঁধে ফেলায় অগ্রণী ভূমিকা রেখেছেন সিরাজ। আত্মবিশ্বাসী বোলিং দিয়েই তিনি হৃদয় জয় করেছেন বলে মনে করেন জসপ্রিত বুমরাহ।

ম্যাচের শুরুতে বল হাতে নামলেও উইকেট থেকে বাড়তি সুবিধা পাচ্ছিলেন না সিরাজ। কিন্তু সেই সময়েও ধৈর্য ধরে নিয়ন্ত্রিত বোলিং করেই সফল হয়েছেন তিনি। বক্সিং ডে টেস্টের প্রথম দিন সামর্থ্যের পুরোটাই উজাড় করে দিয়ে বোলিং করেছেন এই পেসার। অভিষেক ম্যাচের এই আত্মবিশ্বাসী বোলিং দিয়েই তিনি সকলের হৃদয় জয় করেছেন বলে মত জসপ্রিত বুমরাহর। ভবিষ্যতেও এমন আত্মবিশ্বাসী বোলিং দেখতে চান তিনি।

এ প্রসঙ্গে বুমরাহ বলেন, 'প্রথম সেশন শেষে যখন সে বোলিং প্রান্তে এসেছিলো উইকেটে বাড়তি কিছু ঘটছিলো না। তাই সে পূর্ণ নিয়ন্ত্রণে বোলিং করার এক পর্যায়ে কিছুটা সুইং পেয়েছে। সে এটির পূর্ণ সুবিধা আদায়ের চেষ্টা করেছে। অভিষেক ম্যাচ খেলতে নেমেই সে দারুণ বোলিং করেছে। দুর্দান্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতার সর্বোচ্চ ব্যবহার করেছে। এটি আমাদের জন্য দারুণ হৃদয়স্পর্শী চিহ্ন এবং আমার বিশ্বাস সে এভাবেই চালিয়ে যাবে।'

স্বপ্নের অভিষেকে গতিময় উইকেটে পেসারদের লোভনীয় নতুন বল হাতে নেয়ার সুযোগ পাননি সিরাজ। বল হাতে নেয়ার সুযোগ পেতে ইনিংসের ২৮ তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁর। কিন্তু বল হাতে নিয়েই তিনি নিরাশ করেননি দলকে। কঠিন পরিশ্রমের কারণে তিনি সফল হয়েছেন বলে মনে করেন বুমরাহ।

তিনি আরো বলেন, 'সে (সিরাজ) অভিষেক ম্যাচ খেলতে নেমেছে। প্রথম সেশনে বল হাতে নেয়ার জন্য মুখিয়ে থাকলেও সে তার সুযোগের অপেক্ষা করেছে। কঠিন পরিশ্রম করেই নিজেকে এই পর্যায়ে উঠিয়ে এনেছে সে। ভালো বোলিং করেছিলো সে। ভালো বোলিংয়ের মাঝে দারুণ একটি স্পেল করেছে সে।'

বুমরাহ ও অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের ছায়ায় পড়লেও গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। ভয়ঙ্কর হয়ে ওঠা মার্নাস ল্যাবুশেনেকে অভিষেক উইকেট বানিয়েছেন তিনি। দুর্দান্ত একটি ভেতরে ঢোকা ডেলিভারিতে পরাস্ত করে ক্যামেরন গ্রিনকে এলবিডব্লুউয়ের ফাঁদে ফেলেন এই গতিতারকা। ইনিংস শেষে তাঁর নামের পাশে রয়েছে ৪০ রানের বিনিময়ে ২টি উইকেট।

অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে বেঁধে ফেলার পরে ওপেনিংয়ে নেমে আরেক অভিষিক্ত গিলও আত্মবিশ্বাসী শুরু পেয়েছেন। দিনের খেলা শেষে দলীয় স্কোরবোর্ডের ৩৬ রানের মাঝে ২৮ রানই এসেছে এই ডানহাতির ব্যাট থেকে। জয় দিয়ে সিরিজে ফেরার সঙ্গে এই দুজনের অভিষেকও রাঙ্গিয়ে তুলতে চাইবে ভারত।

  •