My Sports App Download
500 MB Free on Subscription


বোলারদের দুষলেন মুশফিক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে ২ রানে হেরেছে ঢাকা। শেষ ওভারের শ্বাসরূদ্ধকর এমন ম্যাচ হেরে বোলিংকেই দুষছেন ঢাকার অধিনায়ক মুশফিক।

ঢাকার বোলিংয়ের সামনে টপ অর্ডার ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি। তবে মিডল অর্ডারে সোহান ও মেহেদী মিলে ৮৯ রানের দূর্দান্ত এক জুটি গড়েন। এই জুটিই মূলত রাজশাহীর স্কোরকে সমৃদ্ধ করেছে। মুশফিক নিজেদের বোলিংকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন,‘আমি মনে করি আমরা বোলিংয়ে খুব ভালো করতে পারিনি। শুরুটা ভালো করলেও শেষে ভালো করতে পারিনি। মাঝে অবশ্য সোহান ও মেহেদী ভালো ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমাদের বোলাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পারেনি বলেই আমরা হেরেছি।’বোলারদের দুষলেও মুশফিক মনে করেন ১৭০ রান তাড়া করার মতোই ছিল, ‘আমার মনে হয় ১৭০ তাড়া করার মতো রান।

কিন্তু শেষ পর্যন্ত আমাদের ব্যাটসম্যানরা ঠিকভাবে শেষ করতে পারেনি। আমি, আকবর, তামিম, নাঈম সবাই সেট হয়ে আউট হয়েছে। তারা শেষদিকে ভালো বল করেছে।’২৯ বলে ৩৪ রান করে আকবর আলী আউট হয়েছেন। ব্যাটিংয়ে ব্যর্থতার পেছনে তার উইকেট ছুঁরে দেওয়াকে দায়ি করছেন মুশফিক, ‘আপনি যদি দেখেন মাঝখানে আমাদের ওভারে ৯-১০ রান করে লাগতো। আমার মনে হয় আকবরের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ নতুন ব্যাটসম্যানের জন্য কঠিন ছিল শেষদিকে। তখন আশা করা উচিত নয়, কোনো ব্যাটসম্যান এসেই তিন ছক্কা হাঁকাবে। কৃতিত্বটা মুক্তারের সে শেষ ওভার ছাড়া, বাকি বলগুলো খুব ভালো ব্যাট করেছে।’প্রথম ম্যাচের ভুল শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো প্রত্যাশা মুশফিকের কণ্ঠে, ‘আশা করি আমরা এই ম্যাচ থেকে শিখতে পারবো। এটাই খেলার সৌন্দর্য। আপনার ভুল থেকে শিখতে হবে এবং পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসতে হবে।’