My Sports App Download
500 MB Free on Subscription


ম্যাচ শুরুর পর কেন বদলে গেলো বাংলাদেশের লক্ষ্য !

বৃষ্টি আইনে ১৬ ওভারে বাংলাদেশের জয়ের লক্ষ্যটা ঠিক হয়েছিল ১৪৮ রানের। কুড়ি ওভারের ক্রিকেটে সহজ লক্ষ্য! কিন্তু ১.৩ ওভার জেতেই বাংলাদেশের এই লক্ষ্যটা বদলে গেলো! আন্তর্জাতিক ক্রিকেটে যা হয়নি, সেটিই হলো নেপিয়ারে। মূলত হিসেবে গড়মিলের কারনেই এমনটা হয়েছে।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি দিবা-রাত্রির। ম্যাচটিতে নিউজিল্যান্ডের ইনিংসে দুইবার বৃস্টি বাগড়া দেয়। সেই কারনে দুই দফা খেলা বন্ধ ছিলো। স্বাগতিকরা ১৭.৫ ওভারে ৫ উইকেটে তোলে ১৭৩ রান। বৃস্টির কারনে নিউজিল্যান্ডে বাকি ওভারগুলো পরিত্যাক্ত হয়।বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৪৮ রান। সহজ লক্ষ্যে খেলতে গিয়ে সতর্ক শুরু করে লাল-সবু জার্সিধারীরা। ১.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২ রানের। 

ঠিক তখনোই বৃষ্টি আইনের নাটক শুরু। ফিল্ড আম্পায়ার দুই দলের প্রতিনিধিদের ডেকে জানিয়ে দেন, আগের লক্ষ্যমাত্রা বাতিল হয়েছে। হিসাব নিকেশের ভুলে লক্ষ্যমাত্র ১৪৮ হয়েছিল। নতুন লক্ষ্য একই ওভারে ১৭০! সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৪২ রান করতে পেরেছে। হয়তো বৃষ্টি আইনের এই নাটক মঞ্চস্থ না হলেও ম্যাচটি বাংলাদেশেরেই হতো।বিষটি যে ভালো লাগেনি জিমি নিশামের, সেটি তার করা টুইট দেখেই বোঝা যাচ্ছে। তিনি লিখেছেন, ‘কত রান তাড়া করতে হবে, সেটি না জেনেই ব্যাটিংয়ে নামা? কিভাবে সম্ভব! অদ্ভুত সব কাজকর্ম।’

শুধু জিমি নিশামই নন, অনেক ক্রিকেট ভক্তই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। নাজমুল আলম সাকিব নামের একজন ভক্ত লিখেছেন, ‘এটা মগের মুল্লুক নাকি প্রথমে ১৬ ওভারে টার্গেট ১৪৮, পরে ১৭০ কিভাবে হয়?’অনেকেই আবার পক্ষে বলেছেন। আসিফ নামের এক ভক্ত লিখেছেন, ওদের স্লগের ব্যাটিং এর স্ট্রাইক রেটের উচ্চতা অনুযায়ি ঠিকই আছে, খারাপ কিছু করেনি।’

  •