My Sports App Download
500 MB Free on Subscription


ফরচুন বরিশালের লোগো ও জার্সি উন্মোচন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৪ নভেম্বর থেকে। তার আগে শনিবার সন্ধ্যায় ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ফরচুন বরিশালের দল পরিচিতি, লোগো ও জার্সি উন্মোচন হয়ে গেল।    

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক এমপি। বরিশাল বিভাগের সংসদ সদস্যগণ, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, সিইও নিজামউদ্দিন চৌধুরী অনুষ্ঠানে ছিলেন। ফরচুন বরিশালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জাহেদ খানও ছিলেন অনুষ্ঠানে। ফরচুন বরিশাল দলের ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন।

 দলটিতে খেলা তরুণ পেসার তাসকিন বলেছেন, 'এমন একটি টুূনামেন্ট খেলতে মুখিয়ে আছি। আশা করি জমজমাট একটি টুর্নামেন্ট খেলবো। ঢাকার ছেলে হয়েও ঢাকাতে খেলার সুযোগ হয়নি। পেশাদার ক্রিকেটার হিসেবে যে কোন দলেই খেলতে প্রস্তুত। আশা করি শিরোপার লড়াইয়ে আমরা খুব ভালো ভাবেই লড়তে পারবো।' দলটির চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ' আমরা প্রথমবারের মতো ফ্যাঞ্চাইজি সঙ্গে যুক্ত হয়েছে। আমার ইচ্ছে আছে ভবিষ্যেতে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার। এবার আমরা যেমন দল গড়েছেন, তাতে করে চ্যাম্পিয়ন লড়াইয়ে ব্যাপারে আশা রাখি।'ফরচুন বরিশাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন। 

প্রধান কোচ: সোহেল ইসলাম

সহকারী কোচ: গোলাম মুর্তজা

ম্যানেজার: হাসিবুর হাসান শান্ত

ট্রেনার: ইফতেখারুল ইসলাম ইফতি

ফিজিও: জয়

  •