My Sports App Download
500 MB Free on Subscription


রাহানের নেতৃত্বের প্রশংসায় কোহলি

বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার মিশনে নেমে প্রথম ম্য্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নাকানি-চুবানি খেয়েছিলো ভারত। অধিনায়ক বিরাট কোহলি-মোহাম্মদ শামি সহ পূর্ণ শক্তির দল নিয়েও এমন হতশ্রী পারফরম্যান্স শঙ্কা জাগিয়েছিলো সিরিজের বাকি ম্যাচগুলোর ফলাফল নিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সকল শঙ্কাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে ভারত। একই সঙ্গে সমতা ফিরিয়েছে সিরিজে। আর এরপরেই কোহলি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন টুইট বার্তার মাধ্যমে।

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার পর থেকেই ভারতের ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড় উঠেছিলো। কেন্দ্রবিন্দু ছিলেন দলের নিউক্লিয়াস কোহলি। কারণ তখনই জানা গিয়েছিলো প্রথম টেস্টের পরে বাকি অংশে তিনি থাকিবেন না পিতৃত্বকালীন ছুটির কারণে। এর সঙ্গে তাঁর উপস্থিতিতেই সফরকারীদের প্রথম টেস্টে বড় পরাজয় সমালোচনার আগুনে আরো ঘি ঢেলে দিয়েছিলো।

অ্যাডিলেডের দিবা-রাত্রীর টেস্টে হারের সঙ্গে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে আসে অতিথি পেসার মোহাম্মদ শামির চোট। ছিটকে যান পুরো সিরিজ থেকেই। প্রতিপক্ষের ব্যাটিং ও বোলিং এর দুই স্তম্ভের অবর্তমানে হেসে খেলেই সিরিজের বাকি ম্যাচগুলো জিতে নেয়ার স্বপ্ন দেখেছিলো স্বাগতিকরা। কিন্তু স্বপ্নে বাগড়া দেন অতিথি অন্তর্বর্তীকালীন অধিনায়ক অজিঙ্কা রাহানে ও বুমরাহ-অশ্বিনরা।

মেলবোর্নে পূর্ণ শক্তির দল না পেলেও ম্যাচের প্রথম সেশন থেকেই আধিপত্য বিস্তার করে সাড়ে তিন দিনেই জিতে নিয়েছে তাঁরা। আর এতেই স্বস্তির বাতাস বইছে দলটিতে। আর এমন মুহুর্তকে স্মরণ করে রাখতে ভারতে বসেও দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক রাহানে ও তাঁর বাহিনীকে প্রশংসার সাগরে ভাসাতে ভোলেননি কোহলি।

দলের জয়ের পরে টুইট বার্তা পোস্ট করেন তিনি। কোহলি তাঁর বার্তায় লেখেন, 'কী দারুণ একটা জয়! পুরো দল একদম অসাধারণ উদ্যম দেখিয়েছে। ছেলেদের জন্য এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না এবং বিশেষত, জিঙ্কসের (রাহানে) জন্য, যে কিনা দারুণভাবে নেতৃত্ব দিয়ে দলকে জয়ের দিকে নিয়ে গেছে। এখন কেবল সামনের ও উপরের দিকে যেতে হবে।'

দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সিরিজের সমতা ফেরানোর সঙ্গে আরো সুখবর পেয়েছে ভারত। ইতোমধ্যেই কোয়ারেন্টি সহ দলে যোগ দেয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অভিজ্ঞ রোহিত শর্মা। সিরিজ জয়ের মিশনে এমন একজনের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের ব্যাটিং শক্তি বাড়ার সঙ্গে মানসিকভাবেও আরো চাঙ্গা করবে।

  •