নিষেধাজ্ঞা থেকে ফেরার পর বোলিংটা তাও ঠিক হলেও, ব্যাটিংয়ে তিনি ছিলেন পুরোপুরি ছন্দহীন। অবশেষে নিজেদের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কথা বলল সাকিবের ব্যাট, পেলেন হাফসেঞ্চুরির দেখা। ক্যারিবীয়দের বিপক্ষে নামার আগে এটি নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা দেবে সাকিবকে। ৮২ বলে সাকিব খেলেন ৫২ রানের ইনিংস।
শনিবার সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। প্রথম ম্যাচে আগে ব্যাট করেছিল তামিম একাদশ। তাই এ ম্যাচে আর টস করা হয়নি, ব্যাটিংয়ে নেমে গেছে মাহমুদউল্লাহ একাদশ।প্রথম ম্যাচটি ছিল ৪০ ওভারের। তবে এ ম্যাচটি হচ্ছে ৪৫ ওভারে। যেখানে নিজেদের ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান করতে সক্ষম হয়েছে মাহমুদউল্লাহ একাদশ।
আগের ম্যাচে ৪৩ রানের ইনিংস খেলার পর আজ ফিফটির দেখা পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ। তিনি আউট হওয়ার আগে করেছেন ৬৮ বলে ৫০ রান। আরেক ওপেনার ইয়াসির রাব্বি করেন ৩৬ বলে ২৪ রান। মুশফিকুর রহীমের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ২৫ রান।
দীর্ঘদিন পর রানের দেখা পাওয়া সাকিব খেলেছেন খানিকটা রয়েসয়ে। আউট হওয়ার সময় তার নামের পাশে ছিল ৮২ বলে ৫২ রান। পরে শেষদিকে মোসাদ্দেক হোসেন সৈকত ৩৭ বলে ৩১ ও এই ম্যাচের অধিনায়ক মেহেদি মিরাজ খেলেন ১২ বলে ১১ রানের ইনিংস।
বল হাতে তামিম একাদশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাসুম আহমেদের শিকার ১টি করে উইকেট।