My Sports App Download
500 MB Free on Subscription


জাতীয় লিগের পরবর্তী ম্যাচ কক্সবাজার-বিকেএসপিতে

দেশের চারটি ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ। কিন্তু হুট করে করোনা ভাইরাসের সংক্রামণ বেড়ে যাওয়াতে ভেন্যু সংখ্যা কমিয়ে আনছে বিসিবি। দেশের দুটি ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের দুটি মাঠে বাকি রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ঢাকা বিভাগীয় দলের ম্যানেজার আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘তৃতীয় রাউন্ড থেকে জাতীয় লিগ হবে দুটি ভেন্যুর চারটি মাঠে। বিকেএসপির দুটি মাঠ ও শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে খেলা অনুষ্ঠিত হবে।’জাতীয় লিগ শুরুর পর থেকেই করোনার আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটার। সাদমান-নাঈম -আকবর আলী-মোহাম্মদ আশরাফুলরাসহ বেশ কয়েকজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। দুটি ভেন্যু কমানোর করোনাকালীন সময়টাতে ক্রিকেটারদের ভ্রমণকালীন সমস্যার সমাধান হবে।

জাতীয় লিগের ক্রিকেটারদের করোনা থেকে মুক্ত রাখতে রাখা হয়েছে জৈব সুরক্ষাবলয়ে। হোটেল-মাঠ, মাঠ-হোটেল ছাড়া বের হচ্ছেন না ক্রিকেটাররা। এ ব্যাপারে আলী হোসেন বলেছেন, ‘আমরা ক্রিকেটারদের বায়োবাবলের মধ্যে রেখেছি। হোটেল থেকে মাঠ ও মাঠ থেকে হোটেল ছাড়া কোঠাও কেউ যাতায়াত করছে না। আর বিকেএসপিতে যখন খেলা হবে তখন ক্রিকেটাররা বিকেএসপিতেই থাবে। কক্সবাজারে হোটেলে বায়োবাবলের ব্যবস্থা করেই তবে রাখা হবে।’২২ মার্চ জাতীয় লিগ শুরু হয়েছে। চারটি ভেন্যুতে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা।

  •