My Sports App Download
500 MB Free on Subscription


লিটন-মিরাজের দিকে তাকিয়ে মুমিনুলরা

ক্যান্ডিতে জিততে গেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসটা বদলাতে হয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের। চতুর্থ দিনের খেলা শেষে, বোঝাই যাচ্ছে অসম্ভব সেই লক্ষ্য তাড়া করা সম্ভব নয়। তবে টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত মনে করেন প্রথম সেশনটা ভালো মতো কাটাতে পারলে হার এড়ানো সম্ভব হবে।

৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭৭ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ক্রিজে আছেন লিটন দাস (১৪) ও মেহেদী মিরাজ (৪)। তামিম-মুশফিক-মুমিনুল-শান্ত কেউই লম্বা ইনিংস খেলতে পারেননি। ক্রিজে থাকা জুটির পর বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলতে কেউই নেই। তারপরও শান্ত মনে করেন লিটন ও মিরাজ প্রথম সেশনটা ভালো ভাবে কাটাতে পারলে ম্যাচ বাঁচানো সম্ভব হবে, ‘এখনও দুইজন ব্যাটসম্যান ব্যাটিং করছে। এই পরিকল্পনাই থাকবে তারা যতক্ষণ ব্যাটিং করতে পারে, আমাদের জন্য ভালো। প্রথম সেশন যদি আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারে, তাহলে পরবর্তীতে ভালো কিছু চিন্তা করতে পারব।’

ভালো কিছুর চিন্তা করা মানেই যে ম্যাচ ড্র করা। সেদিকে নজর বাংলাদেশের। কিন্তু সেটিও করা কঠিন সফরকারীদের জন্য। কেননা প্রথম ইনিংসের ব্যর্থতাই ভুগিয়েছে দলকে। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা নিয়ে শান্ত বলেছেন, ‘প্রথম ইনিংসে আরও ভালো ব্যাটিং করা উচিৎ ছিল। ওখানে আমরা একটু পেছনে পড়ে গেছি। আমরা ভালো শুরু করেছিলাম। ৩ উইকেটে ২০০ রানের মত ছিলাম। ওখান থেকে পরে আর জুটি হয়নি। ওই জায়গাতেই আমরা পিছিয়ে পড়েছি।’

শান্ত মনে করেন দুটি উইকেট কম হারালেই চতুর্থ দিনটি ভালো হতে পারতো, ‘টেস্ট ক্রিকেটে চতুর্থ ও পঞ্চম দিনে স্পিনারদের সহায়তা থাকবে এটাই স্বাভাবিক। আমরা সবাই ভালো শুরু পেয়েছিলাম। ভালো শুরুর পরও ইনিংসগুলো বড় করতে পারেনি। হয়ত ৩ উইকেটের বেশি না পড়লে দিনটা আমাদের ভালো হত।’

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। ঠিক কী করানে ওয়ানডে মেজাজে ব্যাটিং এর ব্যাখায় শান্ত বলেছেন, ‘উইকেটটা যেরকম ছিল, এই উইকেটে ব্যাটসম্যানরা যত বেশি নেগেটিভ থাকবে ততই কঠিন হবে। পজিটিভ মানেও এই না সব বল মারার পরিকল্পনায় ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে। সবাই ইনটেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছে।’