My Sports App Download
500 MB Free on Subscription


ব্যাটিং বিপর্যয়ের পর ভাষা খুঁজে পাচ্ছেন না কোহলি

অ্যাডিলেডে দিবারাত্রি টেস্টে দুইদিন চলকের আসনে থেকেও আড়াই দিনে টেস্ট হেরেছে ভারত। এর মধ্যে ৩৬ রানে অল আউট হয়ে বিব্রতকর মুহূর্তের মধ্যে পরেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। এমন পারফরম্যান্সের পর অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না ভারতীয় অধিনায়ক।

প্রথম ইনিংসে ৬০ রানের লিড নিয়েও এক ঘণ্টায় যেভাবে তাসের ঘরের মতো ভারতের ইনিংস ধসে পড়েছে সেটা সত্যিই বিস্ময়কর। কোহলি মনে করেন দুইদিন দারুণ লড়াই করে শক্ত অবস্থানে থাকার পরও এমন পারফরম্যান্স করলে জেতা অসম্ভব।

ম্যাচ শেষে কোহলি বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। প্রায় ৬০ রানের লিড ছিল আমাদের এবং হঠাৎ করে আমরা ধসে পড়লাম। আপনি যখন দুদিন কঠোর পরিশ্রম করে নিজেকে একটি শক্ত অবস্থানে নিয়ে আসেন এবং তারপর একটি ঘন্টা আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিলো যেখান থেকে জেতা আক্ষরিকভাবে অসম্ভব!’

শনিবার অ্যাডিলেডে প্রথম সেশনে জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের আগুনে বোলিংয়ে মাত্র ২১.২ ওভারে ৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। সাদা পোষাকে এর চেয়ে কম রানে আর কখনও থামেনি ভারতের ইনিংস। এমন ব্যাটিং ধসের পর অজি পেসারদের কৃতিত্ব দিয়েছেন কোহলি। সেই সঙ্গে নিজের দলের ব্যাটসম্যানদের মানসিকতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতীয় দলপতি।

তিনি বলেন, ‘আমি মনে করি, মানসিকতার কারণে এমনটা হয়েছে। এটি খুবই স্পষ্ট। দেখে মনে হচ্ছিল যে, রান আসা খুব কঠিন এবং বোলাররা তাতে আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিল। আমি মনে করি, আমাদের দৃঢ় সংকল্পের ঘাটতি এবং বোলারদের বারবার সঠিক জায়গা খুঁজে নেওয়ার যোগফলে এটা ঘটেছে।’

  •