My Sports App Download
500 MB Free on Subscription


ফিটনেস নিয়ে স্নায়ুচাপে ওয়ার্নার

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় কুঁচকির চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। যে কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ এবং প্রথম দুইটি টেস্ট খেলা হয়নি তাঁর। তৃতীয় টেস্টে মাঠে নামলেও নিজের ছায়া হয়ে ছিলেন এই বাঁহাতি।

প্রথম দুই টেস্টে উদ্বোধনী জুটির কাছে থেকে প্রত্যাশানুযায়ী শুরু পায়নি অস্ট্রেলিয়া। এ কারণে শতভাগ ফিট না হলেও সিডনিতেই তড়িঘড়ি করে ওয়ার্নাকে মাঠে নামিয়ে সমাধান খুঁজেছিলো অজিরা। কিন্তু ব্যাট হাতে মাঠে ফিরে শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে ছিলেন না ওয়ার্নার। দ্বিতীয় ইনিংসে একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করলেও, প্রথম দিনে ফিরছিলেন মাত্র ৫ রান করে।

দ্রুততম সময়ে ফিটনেস ফিরে পাওয়ার জন্য ক্রিওথেরাপি, ইনজেকশন সহ সম্ভাব্য সব পন্থাই অবলম্বন করেছেন ওয়ার্নার। কিন্তু ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটানোর পরেও ফিটনেস উন্নতির ধরনে মানসিক চাপে রয়েছেন এই ব্যাটসম্যান। 

অনুশীলনের মাধ্যমে ফিটনেস ফিরে পাওয়া কিছুটা সহজ হলেও ম্যাচের মধ্যে এই লড়াইটা চালানো খুবই কঠিন বলে মত তাঁর। যদিও নিজেরা পরিষ্কার ব্যবধানে সিরিজে এগিয়ে থাকলে অবশ্য পরিস্থিতি ভিন্নরকম হতো এটিও মানছেন ওয়ার্নার।

নিজের ফিটনেস প্রসঙ্গে তিনি বলেন, 'আমি স্নায়ুচাপে ছিলাম এবং রয়েছি। যদিও সিরিজে আমরা যদি ২-০ তে এগিয়ে থাকতাম তবে পরিস্থিতি ভিন্ন হতো। অনুশীলনের মাধ্যমে ফিটনেস ফিরে পাওয়াটা কিছুটা সহজ। কিন্তু যখন আপনি ম্যাচে খেলবেন আর ফিটনেসের জন্য লড়াই চালাবেন সেটি অনেক মানসিক চাপের বিষয়।'

পুরো ম্যাচে দেখা মেলেনি  ওয়ার্নারের স্বভাবজাত তড়িৎগতির দৌড়।  ফিল্ডিংয়েও প্রথম ইনিংসে স্লিপে দাঁড়িয়ে ঋষভ পান্তের ক্যাচ ধরা ছাড়া বলার মত কোন কিছুই করতে পারেননি তিনি। কিন্তু নিজের গতিতে ফেরার জন্য কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছেন ওয়ার্নার।

এই উদ্বোধনী ব্যাটসম্যান আরও বলেন, 'আমি দৌড়ের গতি বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমাকে দেখে মনে হতে পারে আমি ট্রেডমিলে দৌড়াচ্ছি কিন্তু এটি কঠিন। আমি আশা করছি এমন পরিস্থিতি খুব জলদিই কাটিয়ে উঠতে পারবো।'

বোর্ডার-গাভাস্কার ট্রফির ৩ ম্যাচ শেষে ১-১ এ সমতায় রয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। শেষ টেস্টে ১৫ জানুয়ারি ব্রিসবেনে মুখোমুখি হবে দুই দল। শতভাগ ফিট হয়ে সেই ম্যাচে ফেরার জন্য হাতে মাত্র ৩ দিন সময় পাচ্ছেন ওয়ার্নার।

  •