My Sports App Download
500 MB Free on Subscription


ওয়ার্নারের পর ফিঞ্চের চোট

তলপেটের চোটে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না ডেভিড ওয়ার্নারের। এবার চোটে পড়েছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিনি পিঠের চোটে পড়েছেন। অস্ট্রেলিয়ার এই অধিনায়কের চোট কতটা গুরুতর তা স্ক্যান করার পর জানা যাবে।

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানের ব্যবধানে হারের পর অজি অধিনায়ক বলেছেন, 'পিঠে কিছুটা ব্যথা অনুভব করছি। আমরা এটি পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করছি। পুরো ম্যাচ জুড়েই এটি আমাকে কষ্ট দিয়েছে।'

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরু থেকেই সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন মার্কাস স্টইনিস। এ ছাড়া প্রথম ম্যাচের পরই সিরিজ থেকে ছিটকে গেছেন অ্যাস্টন আগার। 

ফিঞ্চের চোট গুরুতর হলে অস্ট্রেলিয়ার নেতৃত্বভার পেতে পারেন ম্যাথু ওয়েড। তিনি চলতি সিরিজে অস্ট্রেলিয়ার সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

নিয়মিত সহ অধিনায়ক প্যাট কামিন্স চলতি সিরিজে বিশ্রামে আছেন। ফিঞ্চ ছিটকে গেলে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে মার্নাস ল্যাবুশেন অথবা ক্যামেরন গ্রিন।