My Sports App Download
500 MB Free on Subscription


আইপিএলের সেরা মিতব্যয়ী বোলার রশিদ, সাকিব আছেন ৪৫ নম্বরে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবারের ম্যাচে পাঞ্জাব কিংসকে ৯ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সে ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন আফগান তারকা রশিদ খান। ক্রিস গেইলের উইকেটটি নিয়েছেন, আর ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৭টি। আইপিএলের নিজের ক্যারিয়ারজুড়ে এভাবেই মিতব্যয়ী বোলিং করে যাচ্ছেন রশিদ।

আইপিএল মানেই হলো চার-ছক্কার মারকাটারি ক্রিকেট। ভারী ব্যাট, ব্যাটিংবান্ধব পিচ, ছোট সীমানার সুযোগ নিয়ে ব্যাটসম্যানরা হয়ে ওঠেন অনেক বেশি আগ্রাসী। আর অসহায় হয়ে থাকেন বোলাররা। মাঠে আসা দর্শকরাও দেখতে চান রানবন্যা। তবে আইপিএলের আসরে রশিদ খানের মতো এমন কিছু বোলার খেলেছেন বা খেলছেন, যাদের বিপক্ষে রান তোলা বেশ কঠিন।আইপিএল ইতিহাসের মিতব্যয়ী বোলারদের তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, মিতব্যয়ী বোলারদের তালিকায় সবার শীর্ষে রয়েছে আফগানিস্তান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান। ৬৬ ম্যাচ খেলা রশিদের বোলিং ইকোনমি মাত্র ৬.১৭।

৬.৫৭ ইকোনমি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি লেগ-স্পিনার অনিল কুম্বলে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা ও শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন রয়েছেন যথাক্রমে তিন ও পাঁচে। চার নম্বরে আফগানিস্তানের আরেক স্পিনার মোহাম্মদ নবী থাকলেও তিনি এত বেশি ম্যাচ (১৫) খেলেননি। এই তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসান রয়েছেন ৪৫ নম্বরে। রশিদের মতো সাকিবও খেলেছেন ৬৬ ম্যাচ। তবে সাকিবের ইকোনমি রেট ৭.৪৯।