আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। গত বছর করোনার কারনে বন্ধ হয়ে যাওয়া ৫০ ওভারের লিগটি এবার কুড়ি ওভারে ফিরছে। লিগটি মাঠে গড়ানোর আগে দুই দফায় বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তাসহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রথম পরীক্ষায় সাত ক্রিকেটারসহ ৯ জনের করোনা পজিটিভ হয়েছিল। যদিও দ্বিতীয় পরীক্ষায় তাদের রেজাল্ট নেগেটিভ এসেছে। বিসিবির মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
নেগেটিভ হওয়ার ৭ ক্রিকেটার ও ২ কর্মকর্তা হলেন- নাহিদুল ইসলাম (প্রাইম ব্যাংক), অমিত মজুমদার (প্রাইম ব্যাংক), মনির হোসেন (প্রাইম ব্যাংক) পিনাক ঘোষ ( লিজেন্ড অব রুপগঞ্জ) রেজাউর রহমান রাজু (প্রাইম দোলেশ্বর) তৌকির খান ( প্রাইম দোলেশ্বর) শাহীন আলম (আবাহনী লিমিটেড) আবু রেজা মোহাম্মদ শরিফুল হাসান, নাইম ইসলাম জুনিয়র (ব্রাদার্স ইউনিয়ন)।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘প্রথম পরীক্ষার পরই আমরা ধারনা করেছিলাম, তাদের ফলস পজেটিভ এসেছে। কেননা তাদের কারো মধ্যেই কোন প্রকার করোনা উপসর্গ ছিলো না। প্রথম পরীক্ষায় আসা তাদের রিপোর্ট ফলস পজিটিভ কি না জানতে সঙ্গে সঙ্গে আরেকটি পরীক্ষা করা হয়। এটাই হয়েছে, তাদের সবাই ফলস পজিটিভ ছিল। ৯ জনই এখন করোনামুক্ত।’
আগামী সোমবার আবাহনী লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রতিদিনই ১২টি ক্লাব মাঠে নামবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, বিকেএসপিতে দুটি মাঠে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।