My Sports App Download
500 MB Free on Subscription


দীর্ঘদিন পর মাঠে ফিরলেন নেইমার

অনেক দিন ধরেই মাঠের খেলায় ছিলেন না নেইমার। চোটের কারণে ব্রাজিলিয়ান সুপারস্টারের ফেরা নিয়েও ছিল অনিশ্চয়তা। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর অবশেষে মাঠের খেলায় ফিরতে দেখা গেলো তাকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের হয়ে আল আইনের বিপক্ষে খেলতে নেমেছিলেন। নেইমারের মাঠে ফেরার দিনে এশিয়ান চ্যাম্পিয়নদের ৫-৪ গোলে হারিয়েছে নেইমারের দল।

সাবেক বার্সেলোনা ও প্যারিস সেন্ত জার্মেই তারকা গত বছরের অক্টোবরের পর হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে খেলতে পারেননি। তার পর তো অস্ত্রোপচার আর পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সর্বশেষবার জাতীয় দলের হয়েই খেলতে নেমেছিলেন তিনি।

চোট সারিয়ে ফেরার ম্যাচে নেইমারকে মাঠে নামানো হয় ম্যাচের ৭৭ মিনিটে। নাসের আল দাওয়াসারির বদলে তিনি মাঠে নামেন। ততক্ষণে ৫-৩ গোলে এগিয়ে আল হিলাল। মাঠে নেমে নেইমার শুরুতেই প্রভাব রাখার চেষ্টাও করেছিলেন। যদিও স্কোর করতে পারেননি। শেষ দিকে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল আল আইন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৫-৪ করেছে।

ম্যাচ শেষে নিজের তাৎক্ষণিক অনুভূতি জানাতে গিয়ে নেইমার বলেছেন, ‘আমার ভালোবোধ করছি। আমার দলটা সব সময়ই ভালো থাকে। আমি ভীষণ আনন্দিত যে ফিরে এসেছি।’