দুর্দান্ত, স্বপ্নময় ও বাংলাদেশের অদম্য জয়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ।
যেকোন ফরম্যাটে এবারই প্রথম অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। জয়ের জন্য শেষ দুই ওভারে ২৩ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। তবে ১৯তম ওভারে মাত্র ১ রান দিয়ে বাংলাদেশের জয়ের আশা জাগিয়ে রাখেন মুস্তাফিজুর রহমান। তবে শেষ ওভারের প্রথম বলে ছক্কা মারেন ক্যারি। তবে পরের পাঁচ বলে সুবিধা করতে না পারায় ১০ রানের হারে নিয়ে মাঠ ছাড়তে হয় অজিদের।