My Sports App Download
500 MB Free on Subscription


নিউজিল্যান্ডে জয় সম্ভব: মিনহাজুল আবেদিন

২০০৭ সাল থেকে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। গত ১৪ বছরে বেশ কয়েকবার নিউজিল্যান্ড সফর করলেও শূন্য হাতে ফিরতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। আগামী ২৩ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলতে আরও একবার সফরে যাবে তামিম-মাহমুদউল্লাহরা। এবার জয় সম্ভব বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 

নিউজিল্যান্ডে গিয়ে ১৩ টি ওয়ানডের পাশাপাশি ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার সবকটিতেই হেরেছে সফরকারীরা। এবার অবশ্য জয়ের আশা করছেন প্রধান নির্বাচক, 'অবশ্যই সম্ভব। এবার অভিজ্ঞ এক দল যাচ্ছে। করোনার কারণে এক বছর বিরতির পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছি। এজন্য আত্মবিশ্বাসী। আশা করি ইনশাআল্লাহ উন্নতির ধারা ঠিক থাকলে ভালো ফল দেখব।'

নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশকে। এ সময় অনুশীলনের সুযোগ থাকবে না। এরপর কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা কমে এসেছে। ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে  ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির হবে।ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে কুড়ি ওভারের সিরিজে লড়বে বাংলাদেশ-নিউজিল্যান্ড।