My Sports App Download
500 MB Free on Subscription


তামিমকে এক বছর পর বিচার করেন : সাকিব

মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে জাতীয় ওয়ানডে দলের নেতৃত্ব বুঝে নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে দলকে ম্যাশ যে উচ্চতায় রেখে গেছেন, সে কারণেই হয়তো শুরু থেকেই তামিমের সঙ্গী হয়েছে সমালোচনা। নেতৃত্বের পাশাপাশি তামিমের স্ট্রাইক রেট নিয়েও ট্রল হয়। তবে এখনই তামিমের নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনা করতে রাজী নন সুপারস্টার অল-রাউন্ডার সাকিব আল হাসান।

গতকাল উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব। ফিরেই দুর্দান্ত বোলিং করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ওই ম্যাচে জয় দিয়ে নিয়মিত অধিনায়ক হিসেবে তামিমের শুরুটাও মন্দ হয়নি। ব্যাট হাতে ৪৪ রানও করেছেন। বোলিং ইনিংসে তার অধিনায়কত্ব ছিল চোখে পড়ার মতো।

বোলিং পরিবর্তনগুলো ছিল বেশ ভালো। প্রতিপক্ষ দুর্বল হলেও তামিমের নেতৃত্ব খারাপ হয়নি।ম্যাচসেরা সাকিব আল হাসানকে তাই প্রশ্ন করা হয়েছিল তামিমের নেতৃত্ব নিয়ে। জবাবে সাকিব বলেন, 'দেখুন কাউকে আপনি এক ম্যাচে বিচার করবেন না। ভালো করেছে সে। এক বছর যেতে দেন। তারপর এই প্রশ্ন করতে পারেন।'