My Sports App Download
500 MB Free on Subscription


ইঞ্জিনিয়ারের কোয়ারেন্টিন জটিলতায় ডিআরএস নিয়ে বিপাকে বিসিবি

২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। 

প্রথম ওয়ানডে দিয়ে আগামী ২০ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ডিআরএস পরিচালনায় যে ইঞ্জিনিয়ার আসবেন, তার কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতার কারণে প্রথম ম্যাচ থেকে ডিআরএস নাও থাকতে পারে। এমনই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সোমবার গুলশানে টিভি স্বত্ব ঘোষণার অনুষ্ঠানে তিনি জানান, ডিআরএস পরিচালনায় লন্ডন থেকে ইঞ্জিনিয়ার আসবেন। ইংল্যান্ডের করোনাভাইরাস পরিস্থিতি ভালো না থাকায় ওই দেশে থেকে আসা সবার ১৪ দিনের কোয়ারিন্টন বাধ্যতামূলক। 

এ কারণে প্রথম ওয়ানডে থেকে ডিআরএস নাও থাকতে পারে। তবে বিসিবি চেষ্টা করবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের কোয়ারেন্টিনের সময়সীমা কমানোর। সেটা সম্ভব না হলে ২২ জানুয়ারি মিরপুরে অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডে থেকে থাকবে ডিআরএস ব্যবস্থা।এ নিয়ে জালাল ইউনুস বলেন, 'ডিআরএস অবশ্যই থাকবে। তবে ডিআরএসের ক্ষেত্রে একটি ইস্যু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার লন্ডন থেকে আসার কথা। আপনারা জানেন যে ইংল্যান্ড ফেরতদের জন্য কোভিড প্রটোকল আছে। ১৪ দিনের মধ্যে প্রথম ৪ দিন আইসোলেশনে থাকতে হবে। অর্থাৎ সরকারি আইসোলেশনে থাকতে হবে ৪ দিন। আর ১০ দিন নিজের ব্যবস্থায় থাকতে পারবে।' 

'এটা কমাতে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। একই সঙ্গে কোভিড অথোরিটি, যারা এটা দেখাশোনা করেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। একজন ইঞ্জিনিয়ার যদি আমরা সময় মতো পাই, ২০ তারিখে হতেও পারে। সময় মতো সব কিছু শেষ করতে পারলে হয়তো ডিআরএসের সমস্যাটা হবে না। নতুবা এই ম্যাচের পর থেকে ডিআরএসের সমস্যা সমাধান হয়ে যাবে।' যোগ করেন তিনি।২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে তামিম ইকবালের দল।

  •