My Sports App Download
500 MB Free on Subscription


মাহমুদউল্লাহ-আকবর-আশরাফুলদের অংশগ্রহণে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ

ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল) খেলবেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, শাহরিয়ার নাফিস, আশরাফুল ছাড়াও যুব বিশ্বকাপজয়ী পাঁচ ক্রিকেটার আকবর আলী, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান ও তৌহিদ হৃদয় খেলবেন এমপিএলে।

প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। মোট ৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় ম্যাচ হবে নয়টি। দুইটি সেমিফাইনাল ও একটি ফাইনাল দেখানো হবে টি স্পোর্টস চ্যানেলে।টুর্নামেন্টের উপদেষ্টা সানোয়ার হোসেন বলেছেন, ‘ময়মনসিংহের ক্রিকেটে বড় ঐতিহ্য আছে। দিনকে দিন একটু নিচের দিকে চলে যাচ্ছিল। একটা সময় জাতীয় দলের অনেক খেলোয়াড় ছিল ময়মনসিংহের। ঢাকা লিগেও আমাদের দাপট ছিল। যদিও মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, শুভাগত খেলছেন তবুও সামগ্রিক বিচারে এখানকার ক্রিকেটের মান খানিকটা নিচের দিকে। ওই চিন্তা করে আমরা ময়মনসিংহের মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন তৈরি করেছি। মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসক ও প্রশাসনের সহযোগিতায় ময়মনসিংহ প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছি। যেটা হয়তো ময়মনসিংহের ক্রিকেটকে আবারো নতুন করে জাগাবে।’

মুজিব শতবর্ষের বিশেষ আয়োজনে টুর্নামেন্টটি হবে ১০০ বলে। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট শুক্রবার মুকুল নিকেতন স্কুলে অনুষ্ঠিত হবে। মাহমুদউল্লাহ, মোসাদ্দেক ও যুব বিশ্বকাপ জয়ী খেলোয়াড়দের নিয়ে ১২ জনের আইকন পুল করা হয়েছে। অংশগ্রহণকারী ছয় দল দুইজন করে আইকন খেলোয়াড় দলে নিতে পারবে। এরপর ছয় দল স্থানীয় ১৩ জন করে ক্রিকেটার দলভুক্ত করবে। ড্রাফটে থাকবেন ১০০ জনেরও বেশি খেলোয়াড়।    টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৭৫ হাজার টাকা। সেমিফাইনাল ও ফাইনালের আগে ম্যান অব দ্য ম্যাচের প্রাইজমানি ১০ হাজার। শেষ তিন ম্যাচে ম্যাচসেরা ২০ হাজার টাকা করে পাবে।১২ আইকন ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, ইলিয়াস সানী, আরাফাত সানী, শুভাগত হোম, আকবর আলী, তৌহিদ হৃদয়, রাকিবুল হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন। দুই জন করে প্রতি দলে থাকবেন আইকন হিসেবে।